পশ্চিমবঙ্গে মিড-ডে-মিল (MDM) প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ, আবেদন করতে পারেন আপনিও | Mid-Day-Meal Recruitment 2022

পশ্চিমবঙ্গে মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ শুরু হলো। আপনি যদি একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন তথা সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন। রাজ্যের এক ব্লকে বিডিও (BDO) অফিস এর পক্ষ থেকে এই নিয়োগ করতে পারবেন। আপনি রাজ্যের বাসিন্দা হলে এই চাকরিতে আবেদনের যোগ্য। পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরিতে সমানভবে আবেদন করতে পারবেন। গোটা দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রকল্পের মধ্যে এই মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্প একটি অন্যতম যার দ্বারা সরকারি এবং বিভিন্নভাবে উপকৃত হয়েছেন অনেকেই। এবার এই প্রকল্পে করা হবে কর্মী নিয়োগ। রাজ্যের স্কুলে এই নিয়োগ করা হবে মিড ডে মিল (Mid Day Meal) কর্মী। আপনি যদি এই চাকরিতে আবেদন করতে চান, নিচে বিস্তারিত দেওয়া হলো দেখে নিতে পারেন।

WB Mid Day Meal Recruitment 2022

পদের নাম:

মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রধানত যে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার নাম হলো – অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant) 

Mid Day Meal কর্মী নিয়োগ প্রক্রিয়া:

বিশেষ কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না মিড ডে মিল (Mid Day Meal) নিয়োগের জন্য। সরকারি ইন্টারভিউ ও সাধারণ কম্পিউটার টেস্ট এর মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে কর্মীদের।

Mid Day Meal কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া:

শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
1. নিজের হাতে ভালো করে একটি আবেদন পত্র লিখে নিন।
2. সঙ্গে একটি BIO DATA বানিয়ে নিন।
3. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।সঙ্গে।
4. সবার শেষে আবেদনপত্রটি একটি খাম এর মধ্যে ভরে সেটি বাই পোস্টের মাধ্যমে কিংবা সরাসরি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের পর নির্দিষ্ট ঠিকানায় 

আবেদন পাঠানোর ঠিকানা: 

যে ঠিকানায় পাঠাবেন আবেদনপত্রটি সেটি হলো – 
Office Of The Block Development Officer, Beldanga II, PO-Saktipur, District -Murshidabad, PIN- 742163

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 
2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন
3. উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট 
4. স্নাতক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
6. কর্ম অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো –
 
Official Notification: Click Here

Official Website: Click Here
আরো অন্যান্য চাকরি সম্বন্ধীয় নতুন নতুন আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

Leave a comment