পশ্চিমবঙ্গে বন্দরে উচ্চমাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 20,202/- টাকা | West Bengal Jobs Update

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গের বন্দরে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং মাসে থাকছে সুউচ্চ বেতন। এবং সব থেকে বড় কথা হলো, এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করে দেওয়া হয়। আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

West Bengal Port Recruitment
পদের নাম – রেডিওগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ও পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: 01/06/2023 অনুযায়ী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20,202/- টাকা থেকে শুরু হচ্ছে।।
নিয়োগ প্রক্রিয়া: নিয়োগ হবে ইন্টারভিউ/ Walk-in-Interview এর মাধ্যমে। আবেদন জমা করার সঙ্গে সঙ্গে প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের ভালো করে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
কীভাবে আবেদন জানাবেন: আগের থেকে কোনো রকম আবেদনপত্র জমা করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন।
1. সবার প্রথমে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে একটি বায়ো ডেটা ফরম্যাট বানিয়ে ফেলুন।
2. এখানে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দেবেন।
3. অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন এখানে।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন এখানে।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে পৌঁছে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন,
1. নিজের তথ্য দিয়ে বানানো একটি বায়ো ডেটা
2. 2 কপি পাসপোর্ট সাইজের ফটো
3. ডেট অফ বার্থ সার্টিফিকেট
4. মাধ্যমিক থেকে শুরু করে ওপরের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
5. আধার কার্ড এবং প্যান কার্ড
6. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 12/06/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে সকাল 10 টা থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। 
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের নতুন নতুন আপডেট পেতে চান? তবে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment