পশ্চিমবঙ্গে ফুড সেফটি অফিসার নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি | WB Food Safety Officer Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় চাকরির সুসংবাদ নিয়ে হাজির হওয়া হলো। রাজ্যে বেশ কিছু ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা কিংবা শহর থেকে আবেদন করা যাবে। নারী কিংবা পুরুষ যেকেউ এই চাকরিতে আবেদনের যোগ্য। অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন আপনি। 

WB Food Safety Officer Recruitment 2022

মূলত পশ্চিমবঙ্গ পৌরসভা সার্ভিস কমিশন তথা West Bengal Municipal Service Commission (WBMSC) এর পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, জানতে আমাদের সঙ্গে থাকুন।

পদের নাম:

ফুড সেফটি অফিসার (Food Safety Officer) পদে কর্মী নিয়োগ করা হবে। (Food Safety Officer Recruitment 2022)

কীভাবে আবেদন করবেন (Application Process Step by Step)

West Bengal Municipal Service Commission (WBMSC) এর এই নিয়োগ (WBMSC Recruitment 2022) এ আবেদন করতে পারবেন নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয়ে।
Step-1: সর্বপ্রথম ভালো করে নিয়োগের (Food Safety Officer Recruitment 2022) অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন।
Step-2: নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করুন রেজিস্ট্রেশন করে নিতে।
Step-3: নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম টি ভালো করে ও যত্ন সহকারে পূরণ করুন।
Step-4: নিজের যাবতীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দিন ভালো ভাবে। 
Step-5: WBMSC Recruitment 2022 এ আবেদনের জন্য আবেদন ফি জমা করুন।
Step-6: সবার শেষে সাবমিট করে ফর্ম ফিলাপ এর কাজ সম্পন্ন করুন এবং Online Apply হয়ে যাওয়ার পর প্রিন্ট আউট করে সঙ্গে রাখুন।

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents to Apply Online)

আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্ট গুলি সঙ্গে রাখুন।
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সব শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
3. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
4. উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 
5. স্নাতক পাশ এর মার্কশিট ও সার্টিফিকেট 
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে তো)
7. ভোটার কিংবা আঁধার কার্ড
8. অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে তো)
9. নিজের রঙিন পাসপোর্ট ফটো

আবেদন ফি (Application Fee):

আপনাকে 150 টাকা দিতে হবে আবেদন ফি বাবদ এই ফুড সেফটি অফিসার নিয়োগ (Food Safety Officer Recruitment 2022) এ আবেদন করতে গেলে। SC/ST/PH দের আবেদন ফি বাবদ 50 টাকা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process):

ফুড সেফটি অফিসার নিয়োগ (Food Safety Officer Recruitment 2022) করা হবে কয়েকটি ধাপের মধ্য দিয়ে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান দুটি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। যথা –
1. লিখিত পরীক্ষা (Written Test)

2. ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট (Personality Test)

পরীক্ষা ও সিলেবাস (Test and Syllabus):

1. লিখিত পরীক্ষা (Written Test)
মোট 300 মার্ক এর পরীক্ষা হবে। 150 টি MCQ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর।
এখানে বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন থাকবে এবং এদের প্রধান দুটি শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। একটি হলো জেনারেল স্টাডিজ (General Studies) যেখানে বিভিন্ন সাধারণ বিষয় রয়েছে আর একটি হলো প্রধান বিষয় (Main Subject) যার মধ্যে এই নিয়োগ সম্পর্কিত নানান বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
2. ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট (Personality Test)
এখানে 60 নম্বর থাকবে। শূন্যপদ (Vacancy) এর তিনগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications)

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ হতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী – 
A degree in Food Technology or Diary Technology or Bio-Technology or Oil Technology or Agricultural Science or Veterinary Services or Bio-chemistry or Micro-Biology or Master’s Degree in Chemistry or a Degree in Medicine from a Recognized university.

প্রার্থীর বয়সসীমা (Age Limit):

WBMSC Recruitment 2022 এর চাকরিতে আবেদন করতে চাইলে আপনার ন্যুনতম বয়স এর সম্পর্কে তেমন কোনো বাঁধাধরা সীমা নেই। তবে বয়সের ঊর্ধ্বসীমা 39, অর্থাৎ 39 বছর বয়সের কম প্রার্থীরাই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরী প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।

বেতনক্রম (Pay Scale or Salary)

বেতন কত দেওয়া হবে তা নিয়োগের বিজ্ঞপ্তি তে সরাসরি বলা হয়নি। তবে উচ্চ বেতন দেওয়া হবে কর্মীদের। নির্দিষ্ট Pay Scale অনুযায়ী বেতনের ব্যবস্থা করা হয়েছে। 
Pay Level-11 of the Pay Matrix of ROPA 2019

আবেদনের সময়সীমা (Last Date of Application):

অনলাইনের মাধ্যমে ফুড সেফটি অফিসার নিয়োগের চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 16/04/2022 তারিখের মধ্যে।
Food Safety Officer Recruitment 2022 তথা WBMSC Recruitment 2022 সম্পর্কিত আর কোনো কিছু জানার থাকলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে পড়ে নিন।




Leave a comment