পশ্চিমবঙ্গে প্রাথমিক-মাধ্যমিক স্কুলে শিক্ষক ও নন-টিচিং পদে অসংখ্য নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন | Teacher Recruitment 2022 West Bengal

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের এক স্কুলের তরফ থেকে নানান বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং নন-টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ আবেদন করতে পারবেন। রাজ্যের প্রাথমিক বিদ্যালয় (Primary School), মাধ্যমিক বিদ্যালয়ে মূলত শিক্ষক এবং অন্যান্য Group-C এবং Group-D কর্মী Non-Teaching পদে নিয়োগ করা হবে। আপনি যদি অনেকদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং চাকরির খোঁজে থাকেন তবে এই দুর্দান্ত নিয়োগের জন্য অনায়াসে আবেদন করতে পারেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন। 



primary teacher recruitment 2022 west bengal



পদের নাম:

Teaching এবং Non Teaching পদে মূলত সব মিলিয়ে 4 প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা- 
  • প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
  • মাধ্যমিক- উচ্চমাধ্যমিক শিক্ষক (Higher Secondary Teacher)
  • Group-C পদ (Counsellor)
  • Group-D পদ (Aayah, Sweeper, Mali, Watchman, Bus Driver)

পদ অনুযায়ী বিবরণ:

প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক তথা Graduation পাস করতে হবে।
  • সঙ্গে 50% নম্বর সহ দু-বছরের D.EL.ED কিংবা B.ED করতে হবে।


উচ্চমাধ্যমিক শিক্ষক (Higher Secondary Teacher)

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করতে হবে।
  • সঙ্গে 50% নম্বর সহ দু-বছরের B.ED করতে হবে।

 

Group-C পদ (Counsellor)

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Psychology বিভাগে স্নাতক তথা Graduation পাস করতে হবে।

Group-D পদ

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আবেদনকারীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:

যেকোনো পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


নিয়োগ প্রক্রিয়া:

কোনো রকম লিখিত পরীক্ষা পরীক্ষা হবে না। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের  Short Listing করে শুধুমাত্র Walk-In-Interview এর মধ্যে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।



আবেদন প্রক্রিয়া:

  • আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদনপত্র (Application Form)  টি ভালো করে পূরণ করতে হবে।
  • তারপর আবেদনপত্রের সঙ্গে নিজের রঙিন পাসপোর্ট ফটো ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্টি দিনের মধ্যে।
  • মূলত ই-মেল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন পাঠানোর E-Mail ঠিকানা:


আবেদনের সময়সীমা:

ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন আগামী 08/02/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: Click Here
 

 

    Leave a comment