পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে সারসরি গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে সবাই যোগ্য | India Post Group C Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। ভারতীয় ডাক তথা India Post এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে সরাসরি গ্রুপ সি কর্মী নিয়োগ (Group C Recruitment 2022)। রাজ্যের যেকোনো জেলা ও শহর থেকে যেকোনো প্রার্থী অনায়াসে এই ভারতীয় ডাক নিয়োগ (India Post Recruitment 2022) এর চাকরিতে আবেদনের যোগ্য। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে Group C পদে আবেদন করতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো India Post এর এই চাকরিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না, অর্থাৎ সরাসরি নিয়োগ দেওয়া হবে কর্মীদের। 

চাকরিতে আবেদন করতে চাইলে বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে নিতে পারেন –
India Post Group C Recruitment 2022

পদের নাম:

ভারতীয় ডাক নিয়োগের এই চাকরিতে মূলত গ্রুপ সি (Group C) এর যেসব নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো – ডাক জীবন বীমা এজেন্ট এবং গ্রামীণ ডাক জীবন বীমা এজেন্ট।

শিক্ষাগত যোগ্যতা:

ভারতীয় ডাক নিয়োগ (India Post Recruitment 2022) এর চাকরিতে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো এক স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে সমান ভাবে আবেদন করতে পারেন।

বয়সসীমা:

India Post এর গ্রুপ- সি নিয়োগ (Group C Recruitment 2022) এ আবেদন করতে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 50 বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য।

নিয়োগ প্রক্রিয়া:

ভারতীয় ডাক নিয়োগ (India Post Recruitment 2022) এর এই গ্রুপ- সি নিয়োগ (Group C Recruitment 2022) এ কর্মী নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আপনি যদি এই ভারতীয় ডাক (India Post) এর গ্রুপ- সি (Group-C) এর জন্য আবেদন করতে চান তবে আপনাকে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদনপত্র (Application Form) জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। নিচে ধাপ গুলি দেওয়া হলো –
Step-1: নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে নিন নিজের যাবতীয় তথ্য দিয়ে। 
Step-2: তারপর একটি Bio Data বানাতে হবে যেখানে নিজের সব রকম তথ্য থাকবে।
Step-3: আবেদনপত্রের সঙ্গে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
Step-4: সবার শেষে আবেদনপত্র খামের মধ্যে ভরে একেবারে ইন্টারভিউ এর দিন নিয়ে আস্তে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব ডকুমেন্ট এর জেরক্স ও অরিজিনাল কপি নিয়ে আসতে হবে তার লিস্ট নিচে দেওয়া হলো – 
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. মাধ্যমিকের মার্কশিট
3. মাধ্যমিকের সার্টিফিকেট 
4. আঁধার অথবা ভোটার কার্ড
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
6. নিজের রঙিন পাসপোর্ট ফটো
7. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র

ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়:

আগামী 18/04/2022 থেকে 22/04/2022 তারিখের মধ্যে আপনাকে নিজের আবেদনপত্র ও ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে দুপুর 12 টা থেকে 3 টার মধ্যে হাজির হতে হবে।
আবেদনের আরও বিস্তারিত খুঁটিনাটি এবং ইন্টারভিউ কেন্দ্র জেনে নিতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন।





চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।

Leave a comment