পশ্চিমবঙ্গে দ্বাদশ পাশে তিন শতাধিক গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন 31852 টাকা | WB Group C Recruitment 2022

চাকরিপ্রার্থীদের জন্য আজ একটি দুর্দান্ত নিয়োগের খবর নিয়ে আসা হলো খবর সম্প্রীতি এর তরফ থেকে। ECL এর পক্ষ থেকে তিন শতাধিক শূন্যপদে নিয়োগ করা হবে মূলত গ্রুপ সি (Group C) পদে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ থেকে মহিলা যেকেউ অনায়াসে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। মাসিক উচ্চ বেতন দেওয়া হবে কর্মীদের। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করতে পারেন।

wb group C recruitment 2022

নিয়োগকারী সংস্থা: 

ECL তথা Eastern Coalfields Limited এর পক্ষ থেকে থেকে পশ্চিমবঙ্গে এই নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো অধিবাসী এখানে নির্দ্বিধায় আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 

পদের নাম: 

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড তথা ECL এর পক্ষ থেকে গ্রুপ সি (Group C) পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হলো – Mining Sirdar

শূন্যপদ:

ECL Recruitment 2022 এ সর্বমোট 313 টি শূন্যপদে Mining Sirdar পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: 

Eastern Coalfields Limited এর চাকরিতে আবেদন করতে গেলে আপনার যেসব শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক-
1. প্রথমত যেকোনো এক স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
2. একটি বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকা দরকার।
3. একটি বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: 

Eastern Coalfields Limited এর Group C পদে আবেদন করতে আপনার ন্যুনতম বয়স হওয়া দরকার 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। SC/ST দের 5 বছর এবং OBC দের 3 বছর ছাড় দেওয়া হবে বয়সে।

বেতনক্রম:

মাসিক মোটা অঙ্কের টাকা বেতন দেওয়া হবে ECL এর চাকরিতে। চাকরিতে নিয়োগ হওয়ার পর মাসে 31852 টাকা বেতন দেওয়া হবে কর্মীদের।

আবেদন প্রক্রিয়া: 

নিম্নলিখিত পর্যায়ে Step by step আপনাদের এই ECL Recruitment 2022 এর জন্য আবেদন করে নিতে হবে।
1. একটি বৈধ E Mail এবং মোবাইল নম্বরের সাহায্যে রেজিস্ট্রেশনের দ্বারা একটি Application ID ও Password বানিয়ে নিতে হবে।  
2. আইডি ও পাসওয়ার্ড দিতে লগইন করে নিতে হবে পরবর্তী ধাপে।
3. তারপর নিজের যাবতীয় নানান তথ্যসমূহের সাহায্যে ভালো করে অনলাইন ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
4. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনের কাজটি সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:

যেসব ডকুমেন্ট ও তথ্য সামগ্রী সঙ্গে রাখতে হবে আবেদনের সময় –
1. ইমেল আইডি
2. মোবাইল নম্বর
3. মাধ্যমিকের অ্যাডমিট
4. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় মার্কশিট ও সার্টিফিকেট 
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
6. নিজের রঙিন পাসপোর্ট ফটো
7. নিজের একটি সিগনেচার

আবেদনের সময়সীমা: 

অনলাইনের মাধ্যমে ECL Recruitment 2022 এর জন্য আবেদন করতে পারবেন আগামী 10/03/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here


Apply Online: Click Here


Official Website: Click Here

Leave a comment