পশ্চিমবঙ্গে দুয়ারে রেশনে 7000 রেশন ডিলার নিয়োগ, আবেদন করতে পারবেন আপনিও | WB Ration Dealer Recruitment 2022

 চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর (West Bengal Food & Supplies Department) এর পক্ষ থেকে বিরাট শূন্যপদে অসংখ্য রেশন দোকানে রেশন ডিলার নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা আবেদন করতে পারবেন। প্রধানত নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এখানে আবেদনের যোগ্য। ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে এই নিয়োগের জন্য।


wb ration dealer recruitment 2022



নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ খাদ্য সর্বরাহ দপ্তর (West Bengal Food & Supplies Department) এর পক্ষ থেকে এ নিয়োগ করা হবে।


পদের নাম: মূলত রেশন ডিলার পদে নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ: অঢেল শূন্য পদে নিয়োগ করা হবে। আপাতত 7000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।


শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় যেকোনো প্রার্থগি আবেদন করতে পারবেন।


আবেদন প্রক্রিয়া: কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে।

1 . প্রথমে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ খাদ্য সর্বরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


2. তারপর আবেদনকারীকে PDS LICENSING অপশন এ ক্লিক করবেন । এখানে ক্লিক করার পরে আবেদনকারীদের Apply for new Fair Price Shop  এই অপশনে ক্লিক করবেন।


3. এর ঠিক পরমুহূর্তে আবেদনকারীর সামনে একটি ফর্ম খুলবে সেখানে আবেদনকারীকে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার এন্টার করার পরে আবেদনকারীর মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরেই আবেদনে ফরমটি খুলে যাবে।


4. তারপরেই আবেদনকারীকে লগ ইন করতে হবে এবং সেখানে দেওয়া ফর্ম টি অনলাইনের মাধ্যমে পূরণ করে নিতে হবে।




প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন করার সময় আবেদনকারীকে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে সেগুলি হলো- 

  1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড 
  2. সবরকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 
  3. আইডি প্রুফ হিসাবে ভোটার বা আঁধার কিংবা রেশন কার্ড 
  4. নিজের পাসপোর্ট ফটো 
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)



Official Website: Click Here


Application Form Format: Click Here


For More West Bengal Govt Job: Click Here










Leave a comment