পশ্চিমবঙ্গে চাইল্ড প্রটেকশন দপ্তরে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ, বেতন 18,000/- টাকা | WB Child Protection Unit Recruitment

এবার রাজ্যে চাইল্ড প্রটেকশন তথা শিশু সুরক্ষা দপ্তরে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনিও চাইলে খুবই সহজে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিএম অফিসের তরফে জেলা শিশু সুরক্ষা ইউনিট তথা দপ্তর (DCPU) এ নেওয়া হবে কর্মী।

Child Protection Unit Recruitment
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন, এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
1. নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
2. মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
পদের নাম: রাজ্যের শিশু সুরক্ষা বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত হিসাবরক্ষক তথা অ্যাকাউন্ট্যান্ট পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 18,536/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলি হলো,
1. রঙিন পাসপোর্ট সাইজের ফটো
2. নিজের সিগনেচার
3. বয়সের প্রমাণপত্র
4. আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট
5. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
6. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment