পশ্চিমবঙ্গে গ্রুপ- সি, ডি এবং কম্পিউটার সহায়ক পদে কর্মী নিয়োগ | WB Group C & D Recruitment 2021 | WB Computer Teacher Recruitment 2021

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্যে গ্রুপ-সি, ডি ও কম্পিউটার সহায়ক পদে নিয়োগ করা হবে কর্মী। অষ্টম কিংবা মাধ্যমিক পাসে আপনি করতে পারবেন আবেদন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা সবাই আবেদন করতে পারেবন। আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তবে নিচে দেওয়া আবেদনের খুঁটিনাটি দেখে নিতে পারেন। 

নিয়োগকারী সংস্থাঃ MUKHBERIA GANGADHAR MAHAVIDYALAYA এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।

পদের নামঃ বিভিন্ন গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে প্রার্থী নিয়োগ করা হবে। নিচে বিভিন্ন পদের নাম দেওয়া হলো- 
  1. ছাত্রীনিবাসে রান্নাকর্মী
  2. ছাত্রীনিবাসের কর্মকর্তী
  3. ল্যাবোরেটোরী সহায়ক/সহায়িকা
  4. দ্বাররক্ষী 
  5. অফিস সহায়ক/সহায়িকা
  6. অফিস কম্পিউটার সহায়ক/সহায়িকা
  7. বি.পি.এড অফিস সহায়ক/সহায়িকা
  8. ঝাড়ুদার 
শিক্ষাগত যোগ্যতাঃ নিম্নে পদ অনুসারে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো-

ছাত্রীনিবাসে রান্নাকর্মী
  • শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে।
ছাত্রীনিবাসের কর্মকর্তী
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।
ল্যাবোরেটোরী সহায়ক/সহায়িকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করার পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
দ্বাররক্ষী 
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে।
অফিস সহায়ক/সহায়িকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাসের পাসাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অফিস কম্পিউটার সহায়ক/সহায়িকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীর BCA কিংবা MCA ডিগ্রি থাকতে হবে।
বি.পি.এড অফিস সহায়ক/সহায়িকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ B.P.Ed পাস করার পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
ঝাড়ুদার 
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস করে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ যেকোনো পদের জন্য আবেদন করতে প্রার্থীকে তার নিজের যাবতীয় তথ্যাদি এবং ডকুমেন্ট এর জেরক্স সহ তা  পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 

আবেদন পাঠানোর ঠিকানাঃ MUKHBERIA GANGADHAR MAHAVIDYALAYA, PO- BHUPATINAGAR, DIST.- PURBA MEDINIPUR, PIN- 721425

আবেদন পাঠানোর সময়সীমাঃ আগামী 6 ডিসেম্বর, 2021 এর মধ্যে আবেদন পাঠাতে পারবেন। 



OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: VISIT HERE 

Leave a comment