পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে শিক্ষক ও নন-টিচিং পদে কর্মী নিয়োগ, হাতে আর চার দিন | WB Teacher, Non-Teaching Staff Recruitment

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ফের একবার শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। আপনি রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসে করতে পারেন এই চাকরির জন্য আবেদন। রাজ্যে মূলত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। সঙ্গে নানান নন- টিচিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগের মধ্য দিয়ে রাজ্যের স্কুলে স্কুলে Non- Teaching পদের আওতায় লাইব্রেরিয়ান পদেও অসংখ্য কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে। আপনি যদি এই নিয়োগের জন্য আবেদন করতে চান, নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিন।
WB Teacher, Non-Teaching Staff Recruitment

পদের নাম: 

Teaching তথা শিক্ষক-শিক্ষিকা পদে এবং কিছু নন- টিচিং পদে এখানে কর্মী নিয়োগ করা হবে যার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। 

1. প্রাথমিক শিক্ষক (PRT)

বিষয়: মূলত যেসব বিষয়ের ওপর এই Primary Teacher তথা প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে-
প্রায় 14 টি সাধারণ বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। যথা- 
1. বাংলা 
2. ইংরেজি 
3. অংক 
4. বিজ্ঞান 
5. ভূগোল 
6. ইতিহাস 
7. সমাজ বিজ্ঞান ইত্যাদি আরো বিষয়ে 
এছাড়াও নিম্নলিখিত সহ পাঠ্যক্রমিক বিষয়ের ওপরও নেওয়া হবে শিক্ষক-শিক্ষিকা 
1.. সঙ্গীত
2. কলা শিল্প
3. শরীর শিক্ষা
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে B.ED কিংবা D.EL.ED করা থাকতে হবে।
2. উচ্চ প্রাথমিক শিক্ষক (TGT)
বিষয়: নিম্নলিখিত বিষয়ের ওপর শিক্ষক – শিক্ষিকা নেওয়া হবে –
1. ইংরেজি
2. অঙ্ক
3. বিজ্ঞান 
4. বিজ্ঞান 
5. সংস্কৃত
6. হিন্দি 
7. কম্পিউটার
8. কাউন্সেলর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে উক্ত বিষয়গুলির যেকোনো একটি এর ওপর স্নাতক পাস করে থাকতে হবে। সঙ্গে B.ED করা থাকতে হবে।

3. নন টিচিং পদ (Non Teaching Staff)

প্রধান দুটি পদে এখানে নিয়োগ হবে যা আলোচনা করা হলো নিচে।

1. কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা দরকার।


2. লাইব্রেরিয়ান (Librarian)

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আপনাকে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে লাইব্রেরী সাইন্স এর ওপর ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা: 

এসব পদে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।

আবেদন প্রক্রিয়া: 

আবেদনপত্র অফলাইনের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে। হাতে লিখে একটি আবেদনপত্র বানিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জুড়ে দিয়ে বাই পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। 
1. সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি বের করে সেটিকে ভালো করে পড়ে নিন।
2. তারপর ভালো করে নিজের হাতে একটি আবেদনপত্র (Application Form) বানিয়ে নিন এবং এটিকে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে পূরণ করে নিন।
3. আবেদনপত্রের সঙ্গে নানান গুরুত্বপর্ণ ডকুমেন্ট জুড়ে দিন।
4. সবার শেষে আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভরে তা পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

আবেদনের সময় যেসব ডকুমেন্ট আপনাকে দিতে হবে- 
1. মাধ্যমিকের এডমিট কার্ড 
2. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 
3. স্নাতক পাশের মার্কশিট ও সার্টিফিকেট 
4. ভোটার কিংবা আধার কার্ড 
5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
6. একটি আবেদনপত্র ও BIO DATA

আবেদনের সময়সীমা: 

আপনি এই চাকরির জন্য আবেদন করতে চাইলে আগামী 10/03/2022 তারিখের মধ্যে আবেদন করে নিতে পারবেন।
More Job Updates: Click Here


Official Notification: Click Here


Official Website: Click Here

Leave a comment