পশ্চিমবঙ্গের শিক্ষালয়ে গ্রূপ-সি কর্মী নিয়োগ, মাসিক বেতন 20000 টাকা | West Bengal Group C Recruitment 2022

আপনি কি বেকার সমস্যায় ভুগছেন? কিংবা অনেক পড়াশোনা করে সরকারি চাকরির খোঁজ করেছন? তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। পশ্চিমবঙ্গে এক নতুন নিয়োগের প্রকাশ পেলো গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগের। মূলত রাজ্যের এক ইউনিভার্সিটি তে এই গ্রূপ-সি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তবে অতি শীঘ্রই আবেদন করে নিতে পারেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো দেখে নিতে পারেন।



west bengal group c recruitment 2022





পদের নাম: ইউনিভার্সিটিতে মূলত গ্রূপ-সি পদে কর্মী নেওয়া হবে। প্রধানত যে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হলো- হোস্টেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent)


শিক্ষাগত যোগ্যতা: এই গ্রূপ-সি (Group-C) পদে আবেদন করতে চাইলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে যেকোনো বিষয়ের ওপর কিংবা সাধারণভাবে স্নাতক পাস করা থাকলেই হবে।


বয়সসীমা: পশ্চিমবঙ্গের কলেজ তথা বিশ্ববিদ্যালয়ের এই গ্রূপ-সি নিয়োগের চাকরিতে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়সের নিম্নসীমা হতে হবে 20 বছর এবং বয়সের উর্দ্ধসীমা হতে হবে 55 বছর। রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে বিশেষ ছাড় দেওয়া হতে পারে। 


বেতনক্রম: গ্রূপ-সি এর এই চাকরিতে উচ্চবেতন দেওয়া হবে মাসে। চাকরিতে নিয়োগের পরপরই কর্মীদের মাসে 20000 টাকা বেতন দেওয়া হবে। এবং প্রতি বছর অনুযায়ী বেতনক্রম বাড়তে থাকবে।



আবেদন প্রক্রিয়া (Step-by-Step Application Process): বিশেষ কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদনকারীদের এই নিয়োগের জন্য আবেদন করে নিতে হবে। আবেদন হবে মূলত অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার মধ্য দিয়ে। নিচে আবেদের ধাপগুলি দেওয়া হলো বিস্তারিতভাবে- 

1. আবেদনকারীকে সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদপানপত্রটি ডাউনলোড করে নিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া হবে যেখান থেকে আপনারা অনায়াসে  আবেদপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে পারবেন।

2. আবেদপত্র (Application Form) টি পুরোপুরি ফাঁকা থাকবে যেটি আবেদনকারীদের নিজের যাবতীয় নানান তথ্যাদি যেমন- নাম, বাবার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাতি দিয়ে ভালো করে পূরণ করে নিতে হবে।

3. ইতিমধ্যে আবেদনকারীদের 250 টাকা আবেদন ফি জমা করতে হবে।


4. আপনারা ব্যাংকে গিয়ে সরাসরি চালানের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। কিংবা অনলাইন এ নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমেও আবেদন ফি দিতে  পারবেন।

5. এরপর আবেদনকারীদের সবরকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সঙ্গে আরো নানান ডকুমেন্ট (যার লিস্ট নিচে দেওয়া থাকবে) ভালো করে একটি খামের মধ্যে ঢুকিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

6. আবেদনপত্র পাঠাতে হবে মূলত কুরিয়ার কিংবা স্পিড পোস্ট এর মাধ্যমে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মূলত যে ঠিকানায় আপনাকে আবেদনপত্র (Application Form) পাঠাতে হবে সেটি হলো- 

Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700 032


প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে হবে। নিম্নিলিখিত প্রতিটি ডকুমেন্ট এর এক কপি করে জেরক্স পাঠাতে হবে এবং অবশ্যই Self-Attested করে।

1. মাধ্যমিকের এডমিট কার্ড (বয়সের প্রমাণপত্র হিসাবে)

2. স্নাতক পাস এর মার্কশিট ও সার্টিফিকেট (শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে)

3. ভোটার/আঁধার/রেশন কার্ড (যেকোনো একটি, বাসিন্দার প্রমাণপত্র হিসাবে)

4. ব্যাংক এর চালান কিংবা অনলাইন পেমেন্ট এর কাগজ (আবেদন ফি জমার প্রমাণপত্র হিসাবে)

5. একটি পাসপোর্ট রঙিন ফটো 


আবেদনের সময়সীমা: গ্রূপ-সি চাকরির আবেদন করতে পারবেন আগামী 21/02/2022 তারিখের মধ্যে।



OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


APPLICATION FEE PAYMENT: CLICK HERE


For More West Bengal Govt Job: Click Here

Leave a comment