পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটিতে Group-C কর্মী নিয়োগ | Municipality Recruitment 2022 West Bengal

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক অসাধারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের এক পৌরসভাতে বিভিন্ন Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী কিংবা পুরুষ যেকেউ অনায়াসেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তাই আপনি যদি এই নিয়োগের জন্য আবেদন করতে চান অতি শীঘ্রই আবেদন করে নিতে পারেন। আবেদন সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো- 



municipality recruitment 2022 west bengal



নিয়োগকারী সংস্থা 

রাজ্যের এক পৌরসভাতে (Municipality) এই নিয়োগ করা হবে।


পদের নাম 

মূলত যে গ্রূপ-সি পদে নিয়োগ করা হবে তার বিবরণ নিচে দেওয়া হলো- 
  • একাউন্টেন্ট (Accountant)
  • কমিউনিটি অর্গানাইজার (Community Organizer)


শিক্ষাগত যোগ্যতা 

Accountant

  • আবেদনকারীকে B.Com পাস করে থাকতে হবে।
  • কম্পিউটার MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

Community Organizer

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • কম্পিউটার MS Office এ কাজ করার দক্ষতা থাকতে হবে।


আরও পড়ুন: 

বেতনক্রম 

Accountant

  • 14000 টাকা মাসে।

Community Organizer

  • 10000 টাকা মাসে।

বয়সসীমা 

দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


আবেদন প্রক্রিয়া 

  • এই পদে আবেদন করতে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। 
  • আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদনপত্র (Application Form) ভালো করে পূরণ করতে হবে। 
  • নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র , কর্ম অভিজ্ঞতার প্রমাণপত্র এবং নিজের পাসপোর্ট ফটো ইত্যাতি দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
  • আবেদনপত্র উক্ত পৌরসভাতে নির্দিষ্ট দিনের মধ্যে পোস্ট করে পাঠাতে হবে।



আবেদনের সময়সীমা 

আবেদন পাঠাতে পারবেন আগামী 28/01/2022 তারিখের মধ্যে।



Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: Click Here




Leave a comment