রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যের বিডিও অফিসে ফের আশা কর্মী নিয়োগের (WB ASHA KARMI RECRUITMENT 2021) বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। আপনি কি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাস করে চাকরির খোঁজ করছেন? তবে অনায়াসে করতে পারবেন আবেদন। কোনো রকম আবেদন ফি দিতে হবে না এবং পুরোপুরি অফলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। শুধুমাত্র মহিলারাই করতে পারবেন আবেদন।
Asha Karmi Recruitment 2021 Purba Medinipur
পদের নামঃ আশা কর্মী (asha karmi recruitment 2021 west bengal)
শূন্যপদঃ সর্বমোট 75 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবেন আবেদন।
বয়সঃ আবেদনকারীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। SC/ST দের ক্ষেত্রে 22-40 বছর।
আশা কর্মী বেতন 2021 / asha karmi salary 2021: 4500 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদন পত্রে নিজের যাবতীয় তথ্যাদি লিখে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে-
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র (ভোটার কিংবা রেশন কার্ড এর কপি)
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
- কাস্ট সার্টিফিকেট এর প্রমাণপত্র
- 2 কপি পাসপোর্ট ফটো
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ আবেদন পত্র পোস্ট করে তা পাঠাতে হবে নিজস্ব বিডিও অফিসে।
আবেদনের সময়সীমা / আশা কর্মী নিয়োগ 2021 last date: আগামী 24/12/2021 এর মধ্যে পাঠাতে পারবেন আবেদনপত্র।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
WB ASHA KARMI APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: VIEW HERE