পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যে জেলের বিভিন্ন ব্লকে ব্লকে অসংখ্য শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। রাজ্য তথা জেলার যেকোনো মহিলা অনায়াসেই আবেদন করতে পারবেন এই আশা কর্মী নিয়োগের চাকরির জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি সুন্দর সুযোগ। কোনো রকম আবেদন ফি ছাড়াই নিজ নিজ ব্লকে ব্লকে আবেদন জানাতে পারেন আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) এর চাকরির জন্য। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো, দেখে আবেদন জানাতে পারেন।
নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে জেলার সাব-ডিভিশনাল অফিসের অধীনে বিভিন্ন ব্লকে ব্লকে আশা কর্মী (West Bengal Asha Karmi) নিয়োগ করা হবে।
পদের নাম
প্রধানত আশা করি (Asha Karmi) পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ / Asha Karmi Vacany 2022
আপাতত 135 টি শূন্যপদে আশা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা / Asha Karmi Educational Qualification
আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আশা কর্মী বয়সসীমা / Asha Karmi Age Limit
আশা কর্মী পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। SC/ST দের ক্ষেত্রে বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে।
আশা কর্মী বেতন / Asha Karmi Salary
আপাতত নিয়োগের পর মাসে 4500 টাকা বেতন দেওয়া হবে এবং সঙ্গে অন্যান্য নানান সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।
আশা কর্মী আবেদন প্রক্রিয়া / Asha Karmi Application Process
- অফলাইন পদ্ধতিতে নিজ নিজ ব্লকে আবেদন জানাতে হবে।
- সর্বপ্রথম আবেদনপত্র (Application Form) টি ভালো করে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
- তারপর আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট জুড়ে তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে।
- আশা কর্মী নিয়োগের আবেদনপত্র (Asha Karmi Application Form) টি অফিশিয়াল ওয়েবসাইট কিংবা নিজে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট / Required Documents for Asha Karmi
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে-
- বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকে এডমিট কার্ড
- ঠিকানার প্রমান হিসাবে ভোটার কিংবা রেশন কার্ড
- মাধ্যমিকের মার্কশিট
- 2 কপি পাসপোর্ট সাইজের ফটো
আশা কর্মী আবেদনের সময়সীমা / Asha Karmi Apply Last Date
আশা কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আগামী 15/02/2022 তারিখের মধ্যে।
Asha Karmi Official Notification
Asha Karmi Application Form
Asha Karmi Official Website
পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন