পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক সুন্দর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পাঞ্জাব নেশনাল ব্যাংক / Punjab National Bank (PNB) এর পক্ষ থেকে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন, আপনার জন্য বিরাট সুখবর। Punjab National Bank (PNB) এর পক্ষ থেকে গ্রুপ- ডি (Group-D) পদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে চাকরির জন্য। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা ও স্থান:
Punjab National Bank (PNB) এর তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজের জেলায় এই নিয়োগ করা হবে। আপনি রাজ্যের বাসিন্দা হলেই এখানে অনায়াসে আবেদন করতে পারবেন।
পদের নাম:
Punjab National Bank (PNB) এর পক্ষ থেকে গ্রুপ- ডি (Group-D) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত যে Group-D পদে কর্মী নিয়োগ করা হবে – পিওন (Peons)
শিক্ষাগত যোগ্যতা:
Punjab National Bank (PNB) এর পক্ষ থেকে গ্রুপ- ডি (Group-D) পদের চাকরিতে আবেদন করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক / Punjab National Bank (PNB) এর চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। এখানে SC/ST দের বয়সে 5 বছরের এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর নিয়োগ (PNB RECRUITMENT 2022) এর জন্য আবেদন করতে পারবেন আপনারা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদনপত্র (Application Form) জমা করার মধ্য দিয়ে।
Step-1: ভালো করে প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর নিয়োগ (Punjab National Bank Recruitment 2022) এর অফিশয়াল নোটিফিকেশন টি পড়ে নিন।
Step-2: তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র (Application Form) বানিয়ে ফেলুন। নিজের নাম, ঠিকানা, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে।
Step-3: আবেদনপত্রের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জুড়ে দিন। ডকুমেন্ট এর লিস্ট নিচে দেওয়া হবে।
Step-4: সবার শেষে আবেদনপত্র (Application Form) টি পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট তারিখের মধ্যে।
যেসব ডকুমেন্ট দিতে হবে:
আবেদনের সময় আপনাকে মূলত যেসব ডকুমেন্টে পাঠাতে হবে –
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতা এর প্রমাণপত্র
3. বিশেষ করে উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
5. ভোটার কিংবা আঁধার কার্ড
6. স্কুল লিভিং সার্টিফিকেট
7. পাসপোর্ট সাইজের ফটো
আবেদন পাঠানোর ঠিকানা:
যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে সেটি হলো –
Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan – 713103.
আবেদনের সময়সীমা:
আপনি যদি পাঞ্জাব নেশনাল ব্যাংক / Punjab National Bank (PNB) এর এই নিয়োগের জন্য আবেদন করতে চান তবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 28/03/2022 তারিখের মধ্যে।