ঘরে বসে এপ্লাই করেই পেয়ে যান 50,000 টাকা অনুদান, যেকোনো যোগ্যতায় আবেদন | New Scholarship 2022-2023

প্রতিটি পড়ুয়া কিংবা চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। আপনি কি পড়াশোনা করছেন? কিংবা পড়াশোনা চলাকালীন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে আপনার জন্য বিরাট অনুদানের সুযোগ। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি কিংবা প্রাইভেট সংস্থা কর্তৃক বিভিন্ন পড়ুয়া, যারা আর্থিকভবে পিছিয়ে পড়েছে কিংবা অর্থ তথা টাকা তাদের পড়াশুনার পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য নানান অনুদান কিংবা স্কলারশিপ এর আয়োজন করেছে। তেমনই এটি একটি অন্যতম স্কলারশিপ যার দ্বারা বিরাট আর্থিক সহায়তা দেওয়া হবে পড়ুয়া তথা ছাত্রছাত্রীদের।

New Scholarship 2022-2023
স্কলারশিপ এর বিস্তারিত খুঁটিনাটি: 
রাজ্য তথা সারা দেশে এযাবৎ যত গুলি স্কলারশিপ তথা অনুদান এর ব্যবস্থা করা হয়েছে তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং অন্যতম এটি তথা টাটা ক্যাপিটাল লিমিটেড এর তরফে পরিচালিত টাটা স্কলারশিপ (Tata Scholarship)। এই স্কলারশিপ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যেকোনো যোগ্যতায় আপনি আবেদন জানাতে পারবেন। 
কী কী যোগ্যতা থাকা দরকার:
এই অনুদান তথা স্কলারশিপ এ আয়োজন করতে অন্যান্য নানা সরকারি চাকরির নিয়োগ (Govt Job Recruitment 2022) এর মতই আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। সেক্ষেত্রে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে,
1. সবার প্রথমে আপনাকে দেশের তথা ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারেন এখানে।
2. এখানে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম শ্রেণী তথা যে ক্লাসে আপনি পড়েছেন তা ষষ্ঠ শ্রেণী হতে হবে।
3. সেক্ষেত্রে এখানে আপনি সর্বোচ্চ স্নাতক স্তর অব্দি আবেদন জানাতে পারেন। 
3. আপনি এখানে আবেদন জানাতে গেলে আপনাকে স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত অবস্থায় থাকতে হবে।
4. এই স্কলারশিপ (Govt Scholarship 2022) এ আবেদন করতে আপনার পারিবারিক বার্ষিক আয় 4 লক্ষ টাকার কম হতে হবে।
5. এখানে আবেদন করতে গেলে আপনি যে শ্রেণীতে পাঠরত অবস্থায় আছেন সেখানে অন্তত 60 শতাংশ নম্বর পেতে হবে।
স্কলারশিপ এ টাকার পরিমাণ:
এখানে অনুদানের টাকার পরিমাণের ওপর ভিত্তি করে এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নিচে ক্লাস তথা টাকার অনুদানের ভিত্তিতে ভাগ গুলি আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে এই টাটা স্কলারশিপ এর অধীনে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী (Class VI-XII) পর্যন্ত পড়ুয়াদের সর্বোচ্চ 12,000/- টাকা অনুদান দেওয়া হবে। সঙ্গে তাদের 80% (Eighty percent) টিউশন ফি বহন করা হবে।
2. বিএ, বিএসসি, ডিপ্লোমা, পলিটেকনিক, বিবিএ ইত্যাদি যেকোনো কোর্সের পড়ুয়াদের 80% টিউশন ফি দেওয়া হবে। সঙ্গে তাদের 20,000/- টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
3. ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন এবং অন্যান্য নানান এই যাবতীয় কোর্সের ক্ষেত্রে 80% টিউশন ফি এর পাশাপাশি 50,000/- অব্দি প্রদান করা হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রধানত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. সবার প্রথমে অনুদানের অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে। তারপর ওপরের দেওয়া তিনটি প্রকার থাকবে স্কলারশিপের।
2. এই প্রকার তথা ক্যাটাগরি আপনার পাঠরত শ্রেণীর ওপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি আপনারটি বেছে নিন।
3. নতুন পেজ খুলবে আপনার সামনে। সেখানে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. তারপর যাবতীয় নানান ডকুমেন্ট এখানে আপলোড করতে বললে সেগুলি এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
এখানে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. আইডি প্রুফ হিসাবে ডকুমেন্ট
2. রঙিন পাসপোর্ট সাইজের ফটো
3. ফ্যামিলি তথা পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট
4. ভর্তির রশিদ তথা অ্যাডমিশন এর কাগজ
5. পূর্ববর্তী ক্লাসের মার্কশিট কিংবা সার্টিফিকেট
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য
কীভাবে অনুদান পাবেন?
আবেদন জমা পড়ার পর সেগুলি ভালো করে ভেরিফাই করে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার আবেদনপত্রের প্রতিটি তথ্য দেখে আপনার সাবমিট করা প্রতিটি ডকুমেন্ট খুব ভালো করে দেখে নেওয়া হবে সব ঠিকঠাক আছে কিনা। সবার শেষে অ্যাপ্রুভ করে আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে এরকম স্কলারশিপ এর আরো খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে প্রতিনিয়িত আমাদের এখানে নানান চাকরির আপডেট এবং স্কলারশিপ এর খবরাখবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।

TELEGRAM CHANNEL: JOIN HERE


OUR OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment