কৃষি ভবন তথা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 39,000/- টাকা | Krishi Bhawan Recruitment

সমস্ত চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। কেন্দ্র সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের (Department of Agriculture & Farmers Welfare) তত্ত্বাবধানে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে কৃষি ভবন তথা এগ্রিকালচার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে সঙ্গে থাকুন।

Krishi Bhawan Recruitment
পদের নাম – অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট পদে বিশেষ যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। বিস্তারিত জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
বয়সসীমা: এবং বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগে পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 39,100/- টাকা।
কীভাবে আবেদন করবেন: আবেদনপত্র জমা করে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
1. সেক্ষেত্রে নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, সেখান থেকে নিয়োগের আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি খুব ভালো করে যত্ন সহকারে পূরণ করে ফেলুন।
3. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই এর এর সঙ্গে যুক্ত করে দিন।
4. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: To The Under Secretary, INM Division, Department of Agriculture & Farmers Welfare, Ministry of Agriculture & Farmers Welfare, Room No-573, A, Krishi Bhawan, New Delhi-110001
আবেদনের সময়সীমা: আগামী 01 জুলাই, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment