রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক নতুন নিয়োগের সুখবর। এবার কলকাতা দূরদর্শন কেন্দ্রের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে আপনারা ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম: একই সঙ্গে মোট নয় ধরনের পদ তথা ক্যাটাগরি রয়েছে যেখানে কর্মী নেওয়া হবে।
1. Post Production Assistant
2. Beautician/ Hair Dresser
3. Video Assistan
4. Set Assistant
5. Library Assistant
6. Social Media Assistant
7. C. G. Operator
8. Broadcast Assistant
9. Resource Person
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী যোগ্যতা আলাদা। সেক্ষেত্রে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট পদে বিশেষ যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: নিচে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে, ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলতে হবে। সেক্ষেত্রে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিনে ফর্মের মধ্যে নিজের।
সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 15/09/2023 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, Golf Green, Kolkata- 700095
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE