এক আবেদনেই 40 হাজার টাকা অব্দি অনুদান! এই নতুন স্কলারশিপে 10th, 12th যোগ্যতায় আবেদন

যেসকল পড়ুয়া এখনও পড়াশুনার মধ্যে রয়েছেন কিংবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ এক সুখবর। এবার এক নতুন এবং সুবর্ণ স্কলারশিপের আয়োজন করা হয়েছে। এই অনুদান তথা স্কলারশিপ এর বিশেষ বিশেষত্ব হচ্ছে এখানে আপনি পঞ্চম থেকে শুরু করে স্নাতকোত্তর তথা পোস্ট গ্র্যাজুয়েশন যেকোনো শ্রেণীতে থেকে আবেদন জানাতে পারবেন। তবে আর দেরি না করে আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

New Govt Scholarship
স্কলারশিপের বিস্তারিত খুঁটিনাটি: এযাবৎ বিভিন্ন সরকারি এবং প্রাইভেট সংস্থা কর্তৃক যেসব অনুদান তথা স্কলারশিপ এর আয়োজন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম এটি। এর নাম দেওয়া হয়েছে জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ। এর আওতায় হাজার হাজার তথা অসংখ্য পড়ুয়া তথা ছাত্রছাত্রীদের আনা হয়েছে যাদের মোটা অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 
স্কলারশিপে আর্থিক অনুদানের পরিমাণ: আগেই বলা হয়েছে যে প্রতিটি শ্রেণীতে এখানে স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে। তথা, পঞ্চম থেকে স্নাতকোত্তর পর্যন্ত এই শ্রেণী অনুযায়ী স্কলারশিপের আর্থিক অনুদানের পরিমাণও আলাদা।
1. সবার প্রথমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী (Class V-VIII) পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক 5,000/- টাকা অনুদান দেওয়া হয় এখানে।
2. নবম থেকে উচ্চমাধ্যমিক (Class IX-XII) পর্যন্ত এবং আইআইটি পড়ুয়াদের বার্ষিক 10,000/- টাকা অনুদান দেওয়া হয়।
3. যারা ডিপ্লোমা করছে সেসব পড়ুয়াদের বার্ষিক 15,000/- টাকা করে অনুদানের ব্যবস্থা রয়েছে।
4. স্নাতক তথা ডিগ্রি তথা গ্র্যাজুয়েশন এর পড়ুয়াদের বার্ষিক অনুদানের পরিমাণ 30,000/- টাকা।
5. সব শেষে স্নাতকোত্তর তথা পোস্ট গ্র্যাজুয়েশন এর পড়ুয়াদের বার্ষিক 40,000/- টাকা অনুদান দেওয়া হচ্ছে এখানে।
স্কলারশিপ এ আবেদন করতে যোগ্যতা: এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে গেলে সরকারি চাকরির নিয়োগ (Govt Job Recruitment 2022) এর মতোই আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। নিচে সেগুলি বিস্তারে আলোচনা করা হয়েছে,
1. প্রথমত আপনাকে আপনার পূর্ববর্তী শ্রেণী তথা ক্লাসে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে এখানে আবেদন জানাতে গেলে।
2. যে আবেদন জানাবে তার পারিবারিক বার্ষিক আয় 5 লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে।
আবেদন পদ্ধতি: এই জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ (JK Lakshmi Vidya Scholarship 2022) এর জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
1. সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে হবে।
2. সেখান থেকে ডাইরেক্ট অনলাইন আবেদন এর লিংকে গিয়ে যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করবেন।
3. এই অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
4. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন। 
5. সবার শেষে সব কিছু ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. আপনার বয়সের প্রমাণপত্র
2. পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট কিংবা সার্টিফিকেট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
4. নতুন কোর্স কিংবা শ্রেণীতে ভর্তির রশিদ
5. ব্যাংক অ্যাকাউন্টের পসবুক এর প্রথম পেজের জেরক্স
6. পারিবারিক ইনকাম সার্টিফিকেট
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো
নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হয়েছে এই স্কলারশিপের। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে এরকম স্কলারশিপ এর আরো খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে প্রতিনিয়িত আমাদের এখানে নানান চাকরির আপডেট এবং স্কলারশিপ এর খবরাখবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।


TELEGRAM CHANNEL: JOIN HERE


OUR OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment