উচ্চমাধ্যমিক যোগ্যতায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Bandhan Bank Recruitment 2022

চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। দেশের এক অন্যতম ব্যাঙ্ক তথা বন্ধন ব্যাঙ্ক এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের জন্য। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী কিংবা পুরুষ যেকেউ এই বন্ধন ব্যাঙ্ক চাকরি (Bandhan Bank Job) এর জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় আপনি বন্ধন ব্যাঙ্ক নিয়োগ (Bandhan Bank Recruitment) এর জন্য অনায়াসেই আবেদন করতে পারবেন। আপনি যদি এই বন্ধন ব্যাংকের (Bandhan Bank) নিয়োগে আগ্রহ প্রকাশ করেন তবে এখনই আবেদন করে নিতে পারেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো।


bandhan bank recruitment 2022



নিয়োগকারী সংস্থা:

বন্ধন ব্যাংক (Bandhan Bank) এর তরফ থেকে এই নিয়োগ  করা হবে।


পদের নাম:

আপাতত তিন প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা- 

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant)
  • একাউন্টেন্ট (Accountant)
  • ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator/DEO)

শূন্যপদ:

আপাতত তিনটি পদ মিলিয়ে সর্বমোট 48 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: 

বন্ধন ব্যাঙ্ক নিয়োগ (Bandhan Bank Recruitment) এর জন্য আবেদন করতে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।


বয়সসীমা:

বন্ধন ব্যাংকের এই চাকরিতে (Bandhan Bank Job) আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে।



বেতনক্রম:

বন্ধন ব্যাঙ্ক এর এই চাকরির (Bandhan Bank Job) জন্য মাসে 13500 থেকে 19800 টাকা বেতন দেওয়া হবে।


নিয়োগ প্রক্রিয়া:

বন্ধন ব্যাঙ্ক এর নিয়োগ (Bandhan Bank Recruitment) এর ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের (Walk-In-Interview) এর মাধ্যম সরাসরি প্রার্থী বাছাই করে নিয়োগ করা করা হবে।



আবেদন প্রক্রিয়া:

বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনি Bandhan Bank এর এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রথমত সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন পত্র লিখে তার সঙ্গে ডকুমেন্ট জুড়ে তা পাঠাতে পারেন। কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।



Bandhan Bank এর এই চাকরি সম্বন্ধে আরো বিশদে জানতে নিচে দেওয়া Official Notification টি দেখে নিতে পারেন।



Official Notification: Click Here


পশ্চিমবঙ্গের আরো অন্যান্য সরকারি চাকরির খবর পেতে: এখানে ক্লিক করুন 

Leave a comment