উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশে রাজ্যে প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও হাই স্কুল শিক্ষক নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে | WB Teacher Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আপনি যদি শিক্ষকতার কাজ করতে ইচ্ছুক হন তবে চাকরির খবরটি দেখে নিতে পারেন। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে অসংখ্য শিক্ষক নিয়োগ। এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তথা Primary TET কিংবা SSC এর মতো কোনো রকম জটিল পরীক্ষা হবে না এখানে নিয়োগের ক্ষেত্রে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে। আপনি যদি উচ্চমাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস করে থাকেন তবে এখানে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।



wb teacher recruitment 2022



পদের নাম

মূলত যেসব স্তরে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো-
  1. প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
  2. উচ্চপ্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)
  3. মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষক (High School Teacher)

পদ অনুযায়ী বিবরণ

নিচে প্রতিটি পদ অনুসারে বিস্তারে আলোচনা করা হচ্ছে।

1. প্রাথমিক শিক্ষক (Primary Teacher)

শিক্ষাগত যোগ্যতা

  • এই পদে আবেদন করতে আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে যেকোনো স্বীকৃত বোর্ড কিংবা সংস্থা থেকে এবং 50% নম্বর সহকারে পাস করতে হবে।
  • সঙ্গে যেকোনো স্বীকৃত এক সংস্থা থেকে 2 বছরের D.EL.ED করা থাকতে হবে।
  • সঙ্গে কম্পিউটার চালানো সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান থাকতে হবে।

শ্রেণী(Class)

  • প্রাথমিক শিক্ষকদের মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী (I-V) পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে হবে।

2. উচ্চপ্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)

বিষয় (Subject)

যেসব বিষয়ের ওপর উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো- 
  • ইংরেজি 
  • অংক 
  • বিজ্ঞান 
  • সমাজ বিজ্ঞান 
  • সংস্কৃত 

শিক্ষাগত যোগ্যতা 

  • উক্ত বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ের ওপর স্নাতক পাস করতে হবে অন্তত 50% নম্বর সহকারে।
  • সঙ্গে আবেদনকারীকে যেকোনো এক স্বীকৃত সংস্থা থেকে 2 বছরের B.ED করে থাকতে হবে।

শ্রেণী(Class)

  • উচ্চপ্রাথমিক শিক্ষকদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত (VI-VIII) শিক্ষার্থীদের পড়াতে হবে।

3. মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষক (High School Teacher)

বিষয় (Subject)

  • ইংরেজি 
  • অংক 
  • বায়োলজি 
  • কেমিস্ট্রি 
  • ফিজিক্স 
  • হিন্দি 

শিক্ষাগত যোগ্যতা

  • উক্ত বিষয় গুলির মধ্যে যেকোনো একটি বিষয়ের ওপর 50% নম্বরসহ স্নাতকোত্তর পাস হতে হবে।
  • সঙ্গে 2 বছরের B.ED করা থাকতে হবে।

    শ্রেণী(Class)

    • নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত (IX-XII) শিক্ষার্থীদের পড়াতে হবে।

    নিয়োগ প্রক্রিয়া 

    নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের (Walk-In-Interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।



    আবেদন প্রক্রিয়া 

    • আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফর্ম তথা আবেদনপত্র (Application Form) ডাউনলোড করতে হবে।
    • Registration Form টিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
    • নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
    • এসব নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন হাজির হতে হবে ইন্টারভিউ কেন্দ্রে।

    ইন্টারভিউয়ের দিনক্ষণ

    আগামী 23/02/2022 এবং 24/02/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে।
     


      OFFICIAL NOTIFICATION: CLICK HERE


      REGISTRATION FORM: CLICK HERE


      OFFICIAL WEBSITE: CLICK HERE



      আমাদের টেলিগ্রাম চ্যানেল: যুক্ত হন 

      আমাদের ফেইসবুক পেজ: যুক্ত হন 

      Leave a comment