পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে এখানে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।
পদের নাম – স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন – 20,200/- টাকা
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ল্যাব টেকনিশিয়ান) পদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলির যেকোনো একটিতে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ল্যাব টেকনিশিয়ান) পদে আবেদনের জন্য এগ্রিকালচারাল সাইন্স এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন এখানে
মাসিক বেতন – 34,800/- টাকা
পদের নাম: সাব্জেক্ট ম্যাটার স্পেশালিস্ট। এক্ষেত্রে সাব্জেক্ট ম্যাটার স্পেশালিস্ট (অ্যানিমাল হেল্থ) এবং সাব্জেক্ট ম্যাটার স্পেশালিস্ট (অ্যানিমাল সাইন্স) এর ওপর নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স তথা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন – 39,100/- টাকা
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্ক থেকে সবার প্রথমে আবেদনপত্র সংগ্রহ করে নিন।
1. এটি বের করে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
4. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Director, Directorate of Research, Extension and Farms, West Bengal University of Animal & Fishery Sciences, 37, Kshudiram Bose Sarani, Belgachia, Kolkata – 700037.
আবেদনের সময়সীমা: আগামী 20/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE