উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক, DEO ও অন্যান্য গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন 31,000/- টাকা | Group-C Recruitment 2023

ভালো এক নিয়োগের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এবার ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নেওয়া হবে কর্মী। এখানে একই সঙ্গে গ্রুপ সি লেভেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে যেমন, ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশে এই দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

Group-C Recruitment 2023
পদের নাম – ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে আবেদন জানাতে চাইলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও বয়সের ঊর্ধ্ব সীমা 25 বছর। এর নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবেন আপনি।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
পদের নাম – স্ট্যাটিসটিকাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করার পাশাপাশি কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। এর নিচে বয়স হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
মাসিক বেতন: মাসিক বেতন উচ্চ। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 31,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে লাইফ সাইন্স এর ওপর স্নাতক পাশের পাশাপাশি কর্ম অভিজ্ঞতা কিংবা লাইফ সাইন্স এ শুধু মাস্টার্স করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর। এর নিচে বয়স হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 31,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে। 
পদের নাম – প্রজেক্ট টেকনিশিয়ান I
শিক্ষাগত যোগ্যতা: হাই স্কুল এর শিক্ষা সম্পন্ন করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর। এর নিচে বয়স হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে ফেলুন। তারপর যাবতীয় কিছু ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে জুড়ে দিয়ে এগুলি সব খামের ভেতর ভরে তা সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 18 থেকে 27 এপ্রিল, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment