ইন্টারভিউয়ের মাধ্যমে মাধ্যমিক পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, আবেদন করলেই চাকরি | Group-D Recruitment 2022

আপনি যদি চাকরির খোঁজে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। SAMEER তথা Society for Applied Microwave Electronics Engineering & Research এর পক্ষ থেকে বেশ কিছু গ্রূপ-ডি (Group-D) পদে কর্মী নিয়োগ করে হচ্ছে। দেশ তথা রাজ্যের যেকোনো স্থান কিংবা প্রান্ত থেকে যেকেউ এই চাকরির জন্য সমানভাবে আবেদনযোগ্য। আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর বেকার সমস্যায় থাকেন এবং কোনো কাজের খোঁজ করতে থাকেন তবে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

Group D Recruitment 2022

প্রধান পদের নাম ও শূন্যপদ:

 প্রধান 6 প্রকার পদে সর্বমোট 30 টি শূন্যপদে কর্মী নেওয়া হবে মূলত গ্রূপ-ডি পদের জন্য। নিচে বিভিন্ন পদের নাম এবং পাশে শূন্যপদের হিসাব দেওয়া হচ্ছে-
1. Fitter -03  

2. Turner -2 

3. Machinist -04  

5. Electronic
Mechanic -11 

6. PASAA -09 

7. IT & ESM -01

শিক্ষাগত যোগ্যতা: 

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হলো- 
 PASAA: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।
অন্যান্য পদ: বাকি অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।
ITI: সব প্রকার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ITI করা থাকতে হবে।

বয়সসীমা: 

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান, আপনার বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে।

বেতনক্রম: 

PASAA: 7002 টাকা মাসে দেওয়া হবে।
অন্যান্য পদ: অন্যান্য পদের ক্ষেত্রে বেতন 7877 টাকা মাসে।

নিয়োগ প্রক্রিয়া: 

এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা আয়োজিত হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

এখানে কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে। 
1. একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে নিজেকে নিজের যাবতীয় তথ্য দিয়ে।
2. সঙ্গে একটি Bio Data বানাতে হবে নিজের।
3. আবেদনপত্র এর সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
4. সব কিছু নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন হাজির হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: 

যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলি হলো – 
1. মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে।
2. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
3. শিক্ষাগত যোগ্যতার প্রমনপত্র।
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
5. নিজের রঙিন পাসপোর্ট ফটো।

ইন্টারভিউয়ের সময়সীমা: 

আগামী 28/02/2022 এবং 01/03/2022 তারিখের ইন্টারভিউ সংঘটিত হবে। আবেদনকারীদের সকাল 09:30 এর মাধ্যমে ইন্টারভিউ কেন্দ্রে এসে হাজির হতে হবে।
Official Notification: Click Here


Official Website: Click Here

Leave a comment