রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য শিক্ষক পদে নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। আপনি যদি শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক হন তবে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। রাজ্যে মূলত কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya Sangathan) তরফ থেকে নানান বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। প্রধানত প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নেওয়া হবে। সব থেকে বড়ো কথা হলো শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (Kendriya Vidyalaya Sangathan) তথা KVS এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগ করা হবে।
পদের নাম: প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে দু-বছরের D.EL.ED করা থাকতে হবে।
পদের নাম: ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে 50% নম্বর সহ স্নাতক পাস করতে হবে। পাশাপাশি দুই বছরের B.ED করার সঙ্গে CTET পাস করতে হবে।
আবেদনের বিষয়: যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে- সেগুলো হলো-
১. ইংরেজি
২. হিন্দি
৩ .সংস্কৃত
৪. বিজ্ঞান
৫. অংক
৬. সমাজ বিজ্ঞান ইত্যাদি
আবেদন প্রক্রিয়া: কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে-
১. সর্বপ্রথম আবেদনকারীকে Google Form ফিলাপ করতে হবে একটি যার লিংক নিচে দেওয়া হবে।
২. তারপর আবেদনপত্রটি (Application Form) ভালো করে নিজের যাবতিয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
৩. আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের আগে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।
E-Mail ঠিকানা: pplkvaradhpur@gmail.com
আবেদনের সময়সীমা: আগামী 14/02/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
Official Notification: Click Here
Application Form: Click Here
Google Form Link: Click Here