পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 29,000/- টাকা | WBSEDCL Recruitment 2025

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরের তরফে কর্মী নিয়োগ (WBSEDCL Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। আসুন আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত বিবরণ।

WBSEDCL Recruitment 2025

নিয়োগকারী সংস্থা: West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) তথা বিদ্যুৎ বিভাগের তরফে নেওয়া হবে কর্মী।

পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. Special Officer

2. Security Officer

3. Assistant Security Officer

4. Security Supervisor

5. Special Officer (Land)

প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ভিন্ন যার বিস্তারিত বিবরণ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকবে।

মাসিক বেতন: নিচে পদ অনুযায়ী মাসিক বেতন এর বিবরণ দেওয়া হলো –

1. Special Officer – Rs.40,000 – 50,000/-

2. Security Officer – Rs. 50,000/-

3. Assistant Security Officer – Rs. 33,000/-

4. Security Supervisor – Rs. 29,000/-

5. Special Officer (Land) – Rs. 48,000/-

নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সরাসরি ইন্টার্ভিউ (Walk-In-Interview) এর মাধ্যমে যাচাই ও বাছাই করে।কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি: নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে তা নির্দিষ্ট ইমেল এড্রেসে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন।

আবেদনের সময়সীমা: এক্ষেত্রে আগামী 24/01/2025 তারিখের মধ্যে আবেদন ইমেলের মাধ্যমে জমা করতে পারবেন।

Important Links 
Official Notification Click Here
Application FormatClick Here
Official Website Click Here

Leave a comment