জেলা আদালতে 10th পাশে গ্রুপ -B কর্মী নিয়োগ, বেতন 32,100/- টাকা | WB Group B Recruitment 2025

পশ্চিমবঙ্গে গ্রুপ B লেভেলের পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি (WB Group B Recruitment 2025) জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যে জেলা আদালতের তরফে এই নিয়োগ হতে চলেছে। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। সঙ্গে রয়েছে উচ্চ মাসিক বেতন। নিচে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

WB Group- B Recruitment 2025

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জাজ অফিসের তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: এখানে গ্রুপ B লেভেলের পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়স হলেই আবেদন জানাতে পারবেন। 

মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 32,100/- টাকা থেকে শুরু হচ্ছে। এই বেতন সর্বোচ্চ 82,900/- টাকা অব্দি হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া: তিনটি ধাপে সম্পন্ন হবে নিয়োগ। প্রথম ধাপটি হবে MCQ এর যেখানে 100 টি প্রশ্নের জন্য 100 নম্বর রাখা হয়েছে।

দ্বিতীয় ধাপটি হবে 100 নম্বর এর। এখানে লিখিত পরীক্ষা হবে।

আর তৃতীয় ধাপে থাকবে কম্পিউটার টাইপিং টেস্ট। 100 নম্বর থাকবে এখানেও।

আবেদন পদ্ধতি: আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

নিচে দেওয়া অনলাইন আবেদনের লিংক ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করে নিন।

আবেদনের সময়সীমা: আগামী 22/01/2025 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links 
Official Notification Click Here 
Official Website Click Here 
Apply Online Click Here 

Leave a comment