শ্রমশ্রী প্রকল্পে মাসে ৫ হাজার সঙ্গে নানান সুবিধা | Shramashree Scheme 2025

Shramashree Scheme 2025: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেছেন যার নাম ‘শ্রমশ্রী’। এই প্রকল্প মূলত তাদের জন্য যাঁরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন এবং পরে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। সরকার এই প্রকল্পের মাধ্যমে তাঁদের আর্থিক সহায়তা, খাদ্য, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ করে দেবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা অন্য রাজ্যে সমস্যার মধ্যে পড়েছেন, তাঁদের ঘরে ফেরানোই এই উদ্যোগের লক্ষ্য।

1. এককালীন যাতায়াত ভাতা

ফিরে আসা প্রতিটি শ্রমিককে প্রথমেই এককালীন ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এর ফলে তাঁরা নিজের গ্রামে বা এলাকায় সহজে পৌঁছাতে পারবেন এবং পরিবারের সঙ্গে নতুনভাবে শুরু করতে পারবেন।

2. মাসিক আর্থিক সহায়তা

ফিরে আসা শ্রমিকদের জন্য মাসে ৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। এটি চলবে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত অথবা যতদিন না তাঁরা নতুন কাজ খুঁজে পান। এই অর্থ তাঁদের দৈনন্দিন খরচ সামলাতে বড় ভূমিকা রাখবে।

3. খাদ্য ও আবাসনের সুবিধা

যাঁদের থাকার জায়গা নেই, তাঁদের জন্য রাজ্য সরকার কমিউনিটি কিচেন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করবে। এছাড়াও শ্রমিকরা খাদ্য সাথী কার্ড পাবেন, যার মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী সংগ্রহ করা যাবে।

4. স্বাস্থ্য সুরক্ষা

ফিরতি শ্রমিকরা পাবেন স্বাস্থ্য সাথী কার্ড, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সম্ভব হবে। এতে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

5. শিশুদের শিক্ষা

শ্রমিকদের সন্তানদের জন্য স্কুলে ভর্তি ও পড়াশোনার বিশেষ সুবিধা দেওয়া হবে। তারা সরকারি স্কুলে ভর্তি হতে পারবে এবং সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা পাবে।

7. আইনি ও সামাজিক সহায়তা

অনেক শ্রমিক অন্য রাজ্যে অন্যায়ভাবে আটক বা হয়রানির শিকার হয়েছেন। তাঁদের জন্য সরকার আইনগত সহায়তা দেবে। এছাড়াও আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরের মাধ্যমে স্থানীয় স্তরে তথ্য ও সহায়তা পৌঁছে যাবে।

8. সরকারের লক্ষ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা চাই আমাদের শ্রমিকরা গর্বের সঙ্গে বাংলায় ফিরে আসুক এবং স্বনির্ভর হোক।” তিনি আরও বলেন, বাংলার মানুষকে অন্য রাজ্যে কষ্ট সহ্য করতে হবে না, বরং নিজের রাজ্যেই তারা কাজ ও সম্মান পাবেন।

সারসংক্ষেপ

  • এককালীন যাতায়াত ভাতা: ৫,০০০ টাকা
  • মাসিক সহায়তা: ৫,০০০ টাকা (১২ মাস পর্যন্ত)
  • খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্য কার্ড সুবিধা
  • সন্তানদের পড়াশোনার নিশ্চয়তা
  • দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান
  • আইনগত ও সামাজিক সহায়তা

‘শ্রমশ্রী’ প্রকল্প কেবল আর্থিক ভাতা নয়, এটি শ্রমিকদের জন্য একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বলয়। আর্থিক সহায়তা, খাদ্য ও স্বাস্থ্যসেবা, সন্তানের শিক্ষা, কর্মসংস্থান ও আইনগত সহায়তা—সবকিছু একসঙ্গে পাওয়া যাবে এই উদ্যোগের মাধ্যমে। এর ফলে যাঁরা দীর্ঘদিন ধরে অন্য রাজ্যে সংগ্রাম করেছেন, তাঁরা এখন নিজের রাজ্যে সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারবেন

Leave a comment