32,438 শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ- D কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক | Railways Group D Recruitment 2025

ভারতীয় রেলে সুবিশাল নিয়োগ (Railways Group D Recruitment 2025) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সুদীর্ঘ দিন পর ভারতীয় রেলের তরফ থেকে এক বিরাট সুখবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। এখানে ত্রিশ হাজারেরও অধিক শূন্যপদে নেওয়া হবে গ্রুপ ডি কর্মী যেখানে যেকেউ যেকোনো প্রান্ত থেকে অনায়াসেই করতে পারবেন আবেদন। সবথেকে বড় কথা হলো, ন্যূনতম মাধ্যমিক পাশ এর ভিত্তিতে এখানে আবেদন করা যাবে।

Railways Group D Recruitment 2025

নিয়োগকারী সংস্থা: ভারতীয় রেল তথা Indian Railways এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: এখানে মূলত Group -D লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। 

শূন্যপদ সংখ্যা: সব মিলিয়ে 32 হাজারেরও অধিক শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে মোট শূন্যপদ হলো 32,438 টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 01/01/2025 এর হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। এবং সর্বোচ্চ 36 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া: মোট চারটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের যাচাই ও বাছাই করে কর্মী পদে নিয়োগ করা হবে। যথা,

1. কম্পিউটার বেসড টেস্ট (CBT)

2. ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) 

3. ডকুমেন্ট ভেরিফিকেশন 

4. মেডিক্যাল এক্সামিনেশন

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক ক্লিক করতে হবে।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

3. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দেবেন।

4. সঙ্গে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখতে হবে।

5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের কাজ সম্পন্ন করুন।

আবেদনের সময়সীমা: আগামী 22/02/2025 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links 
Official Notification Click Here
Official Website Click Here

Leave a comment