জলবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ (NHPC Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করেছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। আপনারা যেকেউ চাইলেই অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের মেরিটের ভিত্তিতে নিযুক্ত করা হবে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।

NHPC Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: জলবিদ্যুৎ কেন্দ্র তথা National Hydroelectric Power Corporation (NHPC) এর তরফে নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। এক্ষেত্রে যেসব ট্রেড তথা ক্ষেত্র রয়েছে –

1. সিভিল

2. ইলেকট্রিক্যাল

3. মেকানিকাল 

4. আইটি / কম্পিউটার সাইন্স

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 30 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। সরকারি নিয়ম মেনে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক স্টাইপেন্ড: প্রার্থীরা নিযুক্ত হওয়ার পর মাসিক স্টাইপেন্ড সর্বোচ্চ 9,000/- টাকা অব্দি হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া: শর্ট লিস্টিং করে প্রার্থীদের ডেকে নেওয়া হবে।

তাদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক নম্বর, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিযুক্ত করে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে বের করে নিয়ে এর সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন।

সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনের সময়সীমা: আগামী 14/04/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।

Important Links
Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *