চাকরি প্রার্থীদের জন্য সুবিশাল নিয়োগের সুখবর। এবার ISRO এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা যারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে চাকরির কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: Indian Space Research Organisation তথা ISRO থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পদের নাম – টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
উল্লেখ্য, এই প্রধান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের অধীনে মোট পাঁচ ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা, 1. মেকানিকাল, 2. ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, 3. ইলেকট্রিক্যাল, 4. কম্পিউটার সাইন্স, 5. সিভিল
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে চাইলে ডিপ্লোমা করে থাকতে হবে। সেক্ষেত্রে পদ সম্পর্কিত তথা সংশ্লিষ্ট ক্ষেত্র গুলিতে ডিপ্লোমা করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – টেকনিশিয়ান B
এই প্রধান পদের অধীনে মোট 6 ধরনের পদে নেওয়া হবে কর্মী। যথা, 1. ফিটার, 2. ইলেকট্রনিক মেকানিক, 3. ওয়েল্ডার, 4. রেফ্রিজারেশন অ্যান্ড এসি, 5. ইলেকট্রিশিয়ান, 6. প্লাম্বার
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে প্রথমত যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকতে হবে।
মাসিক বেতন: এক্ষেত্রেও মাসিক বেতন ভালো। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,700/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – Draughtsman B (Civil)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে Draughtsman B (Civil) ট্রেড এর ওপর ITI করে থাকতে হবে।
মাসিক বেতন: এক্ষেত্রেও নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,700/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম: হেভি ভেহিকেল ট্রাইভার A
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে HVD এর ওপর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদের নাম – লাইট ভেহিকেল ট্রাইভার A
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে LVD এর ওপর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদের নাম – ফায়ারম্যান A
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: উপরের এই তিনটি পদ যথা, হেভি ভেহিকেল ট্রাইভার A, লাইট ভেহিকেল ট্রাইভার A এবং ফায়ারম্যান A এর মাসিক বেতন সমান। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়স হলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 35 বছরের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। শুধুমাত্র ফায়ারম্যান A পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর রাখা হয়েছে।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন। সেক্ষেত্রে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
এছাড়াও নিজের বিভিন্ন তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন। যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন এর কাজ সম্পন্ন করুন। আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 24 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সহ যাবতীয় লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE