IRCTC রেলের তরফে জারি হয়েছে নিয়োগ (IRCTC Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কিছু শূন্যপদে হবে নিয়োগ। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন। তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। নিচে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

IRCTC Job Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: Indian Railways Catering and Tourism Corporation তথা IRCTC এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এক্ষেত্রে East Zone এ কর্মীদের নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যও রয়েছে।

পদের নাম: IRCTC এর এই নিয়োগের মধ্য দিয়ে Hospitality Monitor পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ সংখ্যা: এক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 35 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর রাখা হয়েছে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 30,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।

নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের (WALK-IN-INTERVIEW) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

এক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন। নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।

যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন। সঙ্গে অরিজিনাল কপি সঙ্গে রাখবেন ডকুমেন্ট এর।

একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্ম এর মধ্যে। এবং ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করতে হবে।

সবার শেষে এগুলি নিয়ে একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: আগামী 22/07/2024, 23/07/2024, 25/07/2024 এবং 26/07/2024 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

Important Links 
Official Notification/ Application Format Click Here 
Official Website Click Here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *