এক ভালো নিয়োগের সুখবর সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য। আপনি কি অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজে রয়েছেন এবং বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্য তথা সমগ্র দেশের এক অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা ICICI ব্যাংকের তরফ থেকে গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন আপনি। নিয়োগে পুরুষ থেকে মহিলা যেকোনো প্রার্থী আবেদনের ক্ষেত্রে সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
পদের নাম:
ICICI ব্যাংকের এই চাকরিতে অসংখ্য গ্রুপ সি পদে নেওয়া হচ্ছে কর্মী। এবং আপাতত নির্দিষ্টভাবে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ (Group-C DEO Recruitment 2022) করা হচ্ছে এই নিয়োগের মধ্য দিয়ে।
মাসিক বেতন:
কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখনো নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে। কর্মী কিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 14,500/- টাকা থেকে শুরু হবে। এবং এই বেতন সর্বোচ্চ 22,800/- টাকা পর্যন্ত হবে।
কীভাবে আবেদন জানাবেন?
ICICI ব্যাংকের এই নিয়োগে নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয়ে খুব সহজেই আপনি আবেদন জানাতে পারবেন,
1. সেখেত্র এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই আবেদনের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
2. এই লিংকে ক্লিক করে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এখানে।
4. তারপর এক এক করে নিজের যাবতীয় কিছু শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য কিছু ডকুমেন্ট ভালো করে আপলোড করুন।
5. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
শিক্ষাগত যোগ্যতা:
এখানে এই ICICI ব্যাংকের চাকরির জন্য যদি আপনি আবেদন জানাতে চান তবে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে সাধারণ কম্পিউটার জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা:
01/07/2022 এর হিসাব অনুযায়ী এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এবং এখানে সর্বোচ্চ 26 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
এখানে এই ICICI ব্যাংকের চাকরিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
2. এই শর্ট লিস্টিং করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ভিত্তিতে।
3. তারপর এই শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।
4. এখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
5. সবার শেষে প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর এর ভিত্তিতে গড়ে তোলা হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা এবং এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা:
আপনি যদি ICICI ব্যাংকের এই চাকরিতে আবেদন জানাতে চান তবে আপনাকে আগামী 13/08/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE