যতই দিন যাচ্ছে ততই দুর্বার গতিতে বেড়ে চলেছে প্রতিযোগিতা এবং বেকার সমস্যাও বাড়ছে হুহু করে। এই বেকার সমস্যায় রাশ টানতে তাই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আজ এমনই একটি দুর্দান্ত নিয়োগের সুখবর নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। BECIL এর তরফ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

BECIL Field Assistant Recruitment
নিয়োগকারী সংস্থা: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড তথা BECIL এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: এখানে মূলত ক্ষেত্র সহায়ক তথা Filed Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 21 বছর বয়সের প্রার্থীরা চাকরিতে আবেদনের জন্য যোগ্য। এবং সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরিতে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 22,744/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া BECIL এর অফিসিয়াল অনলাইন আবেদন এর লিঙ্ক এ ক্লিক করুন।
1. সেখানে ADVERTISEMENT NO. 343 বেছে নিন। তারপর পদের নাম নির্বাচন করুন।
2. নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান নম্বর ইয়াদি দিন।
3. সঙ্গে আরো কিছু তথ্য যেমন, ক্যাটাগরি, জাতীয়তা, ধর্ম, জেন্ডার, ঠিকানা ইত্যাদি দিয়ে দেবেন।
4. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 20/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *