নিজস্ব প্রতিবেদন: নানান জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে হতে চলেছে সেই প্রাইমারি টেট! ২০১৫ সালে হয়েছিল শেষ পরীক্ষা যার নিয়োগ প্রক্রিয়া ঘটতে থাকে বহুদিন ধরে। তারপর শেষবারের মত ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও আপাতত ইতিহাস বাংলার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

কিন্তু রাজ্য সরকার সম্প্রতি উঠে পড়ে লেগেছেন এবার টেট নেওয়ার জন্য। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম মারফত মেলা খবর অনুযায়ী এবছরই অর্থাৎ একুশের ভোটের আগে রাজ্যে যেভাবেই হোক হবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন।
১. কবে থেকে ফর্ম ফিল আপ?
সূত্র অনুযায়ী এ বছর পুজোর  ঠিক পরেই রাজ্যে নতুন করে ছাড়া হবে নিয়োগের বিজ্ঞপ্তি। নতুন D.EL.ED করা পড়ুয়ারা অর্থাৎ যারা আগে আবেদন করেননি ২০১৭ তে তাদেরই নতুন করে করতে হবে আবেদন। যারা করেছেন তারা শুধু রিনিউ করবেন।
২. শূন্যপদ কত?
এক সূত্র অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৫ হাজারের মতো। এর বেশি ছাড়া কম হবে না।


৩. B.ED রা কি বসতে পারবেন?
এক তথ্য অনুযায়ী B.Ed করা পড়ুয়াদের প্রাইমারি টেট এ বসতে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এ বছর। তবে এখনও পর্যন্ত তথ্যটি পুরোপুরি পরিষ্কার নয়।

. কবে হবে পরীক্ষা?
মূলত একুশের ভোটের আগে সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রবল সম্ভাবনা রয়েছে। এ বছরের নভেম্বর মাসের মধ্যেই হতে পারে নিয়োগ প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *