বর্তমানে দিনের পর দিন গোটা দেশ তথা রাজ্যে বেড়ে চলেছে বেকার সমস্যা। বেকার সমস্যায় ভুগছেন অনেক যুবক-যুবতী। এমন অবস্থায় একটি চাকরি জোগাড় করাই বিশাল বড়ো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের নানান ক্ষেত্রে যদিও কম বেশি নিয়োগ চলছে কিন্তু করোনা তথা লকডাউনের জেরে অনেকটাই খারাপ প্রভাব পড়েছে নিয়োগ ও চাকরি ক্ষেত্রে। এমন অবস্থায় অন্যান্য ব্যাঙ্কের পাশাপাশি বন্ধন ব্যাঙ্কেও এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যে। উচ্চমাধ্যমিক- মাধ্যমিক পাসে নারী-পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবেন আবেদন। নিচে বিস্তারিত দেওয়া হলো-

Bandhan Bank Recruitment 

চাকরির নাম: Bandhan Bank Job / Bandhan Bank Recruitment 2022


নিয়োগকারী সংস্থাঃ বন্ধন ব্যাংক / BANDHAN BANK


নিয়োগ স্থানঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে করা হবে নিয়োগ। 


পদের নামঃ প্রধান 3 প্রকার পদে Bandhan Bank -এ করা হবে কর্মী নিয়োগ-
  1. BRANCH BANKING
  2. BANK STAFF
  3. CASHIER
শূন্যপদ / Bandhan Bank Job Vacancy:  Bandhan Bank -এ উক্ত পদ গুলিতে নিয়োগ করার ক্ষেত্রে এখনও সেভাবে শূন্যপদের সংখ্যা ঘোষনা করা হয়নি। তবে অসংখ্য শূন্যপদে করা হবে নিয়োগ।


শিক্ষাগত যোগ্যতাঃ Bandhan Bank -এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে। 




বয়সঃ Bandhan Bank -এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


বেতন / Bandhan Bank Salary: বেতন থাকবে মাসে 13600-31700 টাকা।


আবেদন ফিঃ Bandhan Bank -এর চাকরিতে আবেদন করতে দিতে হবে না কোনো রকম আবেদন ফি। 


আবেদন প্রক্রিয়া / Bandhan Bank Apply: Bandhan Bank Job Apply এর জন্য আপনাকে প্রথমে Bandhan Bank Official Website এ গিয়ে সেখানে অনলাইনের মাধ্যমে আনদোন জানাতে হবে। 




Bandhan Bank Notification: Click Here


Bandhan Bank Official website: bandhanbank.com






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *