রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের এক স্কুলে শিক্ষক (Assistant Teacher) এবং গ্রুপ-সি (Group-C) পদে নিয়োগ করা হবে। বিভিন্ন বিষয়ের ওপর করা হবে শিক্ষক নিয়োগ। আপনি যদি স্নাতক পাস করে শিক্ষকতার এবং এরকম গ্রুপ-সি চাকরি করতে আগ্রহ প্রকাশ করেন তবে করতে পারেন আবেদন। নারী এবং পুরুষ সবাই আবেদনের যোগ্য। রাজ্যের যেকোনো জেলা থেকে আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন আবেদন।

নিয়োগকারী সংস্থাঃ BARTAR SARADAMONI MISSION HIGH SCHOOL এ করা হবে নিয়োগ।

পদের নামঃ প্রধান 2 প্রকার পদে করা হবে নিয়োগ। যথা-
  1. সহকারী শিক্ষক (ASSISTANT TEACHER)
  2. হোস্টেল সুপারিন্টেনডেন্ট (HOSTEL SUPERINTENDENT) 
পদ অনুযায়ী বিবরণঃ পদ অনুযায়ী বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো- 

ASSISTANT TEACHER


বিষয়/SUBJECT: প্রধান 4 টি বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে-
  1. অঙ্ক/MATHEMATICS
  • শিক্ষাগত যোগ্যতাঃ অঙ্কে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি B.Ed ডিগ্রি থাকতে হবে। 
  1. জীবন বিজ্ঞান/LIFE SCIENCE
  • শিক্ষাগত যোগ্যতাঃ জীবন বিজ্ঞানে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি B.Ed ডিগ্রি থাকতে হবে। 
  1. ভৌত বিজ্ঞান/PHYSICAL SCIENCE
  • শিক্ষাগত যোগ্যতাঃ ভৌত বিজ্ঞানে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি B.Ed ডিগ্রি থাকতে হবে। 
  1. ইংরেজি/ENGLISH
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইংরেজিতে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি B.Ed ডিগ্রি থাকতে হবে। 

HOSTEL SUPERINTENDENT

  • পুরুষ এবং মহিলা (MALE & FEMALE)
  • শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েট হলেই চলবে।

বয়সঃ উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। 


বেতনঃ প্রতি মাসে 10,000 টাকা। 

আবেদন ফিঃ 100 টাকা। SC/ST/PWD -দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন প্রক্রিয়াঃ আবেদনপত্রে ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি লিখে তা পাঠাতে হবে নির্দিষ্ট ই-মেল ঠিকানায়।


আবেদনের সময়সীমাঃ আবেদন পাঠাতে পারবেন আগামী 15/12/2021 এর মধ্যে। 



APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *