পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট জাজ অফিসে তথা জেলা আদালত অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ক্লার্ক এবং আরো অন্যান্য গ্রুপ সি লেভেলের পদে কর্মী নেওয়া হবে। সব থেকে বড় কথা হলো, এখানে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তাই যারা দীর্ঘদিন ধরে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত বিবরন নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

District Judge Office Recruitment WB
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই আবেদনপত্রটি পূরণ করে ফেলুন।
3. পদের নাম, নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম, জেন্ডার, ঠিকানা, বয়স, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দেবেন।
4. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের ওপরে ডান দিকে জুড়ে দিন, সঙ্গে ফর্মের নিচে ডান দিকে একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
পদের নাম: একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জেলা আদালতের এই নিয়োগে। যথা, বেঞ্চ ক্লার্ক এবং ইংলিশ স্টেনোগ্রাফার।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর
প্রার্থীর বয়সসীমা: 01/06/2023 তারিখের হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। সঙ্গে রিটায়ার্ড সরকারি কর্মীদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা: আগামী 18/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *