পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ এক নিয়োগের সুখবর। রাজ্যে এবার তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে যেকোনো প্রান্ত থেকে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।

ONGC Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমে Oil and Natural Gas Corporation (ONGC) Limited এর তরফে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি তুলে ধরা হয়েছে।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করুন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, বাবার নাম, জাতীয়তা, জন্মতারিখ, যোগ্যতা ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করুন।
3. ফর্মের মধ্যে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন।
4. নিজের একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো যুক্ত করুন, সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 68,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম: রিটায়ার্ড রেভিনিউ অফিসার
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা থাকার পাশাপাশি কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স 68 বছরের মধ্যে হতে হবে এখানে চাকরিতে আবেদন জানাতে গেলে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে প্রার্থীরা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। সেখানেই তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা: ONGC, Technopolis Building, BP-4, Sector V, Salt Lake City, Kolkata
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 14/07/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে সকাল 10 টা থেকে 11 টা পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *