চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন কিংবা চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য বিশেষ সুযোগ এটি। ভারত পেট্রোলিয়াম এর তরফে একই সঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম/ ক্যাটাগরির নাম: প্রাথমিকভাবে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে প্রার্থীদের। সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
ক্যাটাগরি – গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
এর অধীনে মোট 7 ধরনের পদ/ ক্ষেত্র তথা Discipline রয়েছে যেখানে প্রার্থীদের নিযুক্ত করা হবে। যথা,
কেমিক্যাল
সিভিল
ইলেকট্রিক্যাল
ইনফো/ টেকনোলজি কম্পিউটার সাইন্স
ইন্সট্রুমেন্টেশন
মেকানিকাল
ফায়ার অ্যান্ড সেফটি
মাসিক স্টাইপেন্ড: প্রার্থীদের উক্ত ক্ষেত্রে নিযুক্ত করার পর মাসে 25,000/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।
ক্যাটাগরি – টেকনিশিয়ান (ডিপ্লোমা)
টেকনিশিয়ান (ডিপ্লোমা) কিংবা নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর অধীনেও মোট 7 ধরনের পদ/ ক্ষেত্র তথা Discipline রয়েছে। যথা,
কেমিক্যাল
সিভিল
ইলেকট্রিক্যাল
ইন্সট্রুমেন্টেশন
মেকানিকাল
বি.কম (উইথ কম্পিউটার নলেজ) – নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট
বি. এসসি (কেমিস্ট্রি) – নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট
মাসিক স্টাইপেন্ড: প্রার্থীদের উল্লিখিত ক্ষেত্রে নিযুক্ত করার পর মাসে 18,000/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: উপরের বিভিন্ন পদ গুলিতে আবেদন করতে গেলে বিশেষ করে প্রথম প্রকার ক্যাটাগরির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাস এবং দ্বিতীয় প্রকার ক্যাটাগরির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 04/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট সবার আগে পেতে আজই ফেইসবুকে হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE

