ভারতীয় ডাক বিভাগ (India Post) এর পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। India Post এর পক্ষ মূলত Group-C পদে করা হবে কর্মী। দেশ তথা রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ অনায়াসে এই চাকরির জন্য আবেদন করে নিতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি তথা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি আলোচনা করা হলো।

India Post Recruitment 2022

পদের নাম: 

India Post এর তরফ থেকে প্রধানত গ্রুপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

পোস্ট অফিস (Post Office) এর এই চাকরিতে আবেদন করতে আপনাকে যেকোনো এক স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা:

আপনি যদি ভারতীয় ডাক এর এই চাকরিতে আবেদন করতে চান তবে বয়সের ক্ষেত্রে বিশেষ কোনো বাঁধা নেই। 18 বছরের ওপরে যেকেউ এই চাকরির জন্য অনায়াসে আবেদনের যোগ্য। এবং সর্বোচ্চ 57 বছর বয়সের প্রার্থীরা করতে পারবেন আবেদন।

কীভাবে নিয়োগ করা হবে?

নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে কিনা সে সম্পর্কে এখনও তেমন কোনো কিছু বলা হয়নি। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হতে পারে।

কীভাবে আবেদন করবেন?

শুধুমাত্র অফলাইনের মাধ্যমে কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে।
1. প্রথমে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশন টি পড়ে নিন।
2. Annexure I / Annexure II টি ফর্মটি ভালো করে পূরণ করুন নিজের যাবতীয় তথ্য দিয়ে।
3. নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জুড়ে দিন আবেদন পত্রের সঙ্গে।
4. শেষে সেগুলি একটি খামের মধ্যে ভরে।পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন আবেদনের সময় –
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট 
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. সব রকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
5. পাসপোর্ট সাইজের রঙিন ফটো
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো
বিস্তারিত আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে পড়ে নিতে পারেন। 
Official Notification: Click Here

Official Website: Click Here

More Govt Job News: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *