চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। রেল বিভাগের তরফে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে। মোটামুটি সব মিলিয়ে সাড়ে পাঁচ হাজার এরও বেশি শূন্যপদ রয়েছে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে তিনটি জোন এ নিয়োগ করা হবে।
South Western Railway
North Eastern Railway
Western Railway
শূন্যপদ সংখ্যা: তিনটি রেলওয়ে জোন এ সব মিলিয়ে 5632 টি শূন্যপদ রয়েছে। নিচে জোন অনুযায়ী শূন্যপদের হিসাব দেওয়া হলো।
South Western Railway – 904
North Eastern Railway – 1104
Western Railway – 3624
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15-24 বছর বয়সের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশান তথা ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আরো কিছু ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: South Western Railway এবং North Eastern Railway এর জন্য আবেদনের শেষ তারিখ 02/08/2023। Western Railway এর জন্য আবেদনের শেষ তারিখ 26/07/2023।
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE