আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে এই খবরটি পড়ে দেখতে পারেন। রাজ্যে রেল ডিভিশন এ এক অন্য ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। এখানে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন আপনিও। খুব ন্যুনতম এবং সামান্য যোগ্যতায় এখানে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমেই এখানে আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিন।
2. ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিন।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে যুক্ত করে দিন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে
4. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগ ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম রাখা হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই নিয়োগের অংশগ্রহণ করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। তবে 18 বছরের ঊর্ধ্বে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য।
পদের নাম ও শূন্যপদ: ইস্টার্ন রেলওয়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে রেলের শিয়ালদহ ডিভিশন এর তরফে এই কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এখানে টিকিট বুকিং সেবক তথা Jan Sadharan Ticket Booking Sewak (JTBS) পদে নিযুক্ত করা হবে কর্মীদের। সেক্ষেত্রে একই সঙ্গে 146 টি রেল স্টেশনে সব মিলিয়ে 3010 শূন্যপদে কর্মীদের নেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 16/12/2022 তারিখের মধ্যে এই আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of Senior Divisional Commercial Manager, Eastern Railway, Sealdah, DRM Building, 16, Kaizer Street, Kolkata – 700014
বিশেষভাবে উল্লেখ্য যে, এটি রেলের কোনো চাকরি নয়, এটি একপ্রকার এজেন্ট। অর্থাৎ, আপনাদের এখানে এজেন্ট হিসাবে নিযুক্ত করা হবে। আরো বিস্তারিত, আরো খুঁটিনাটি জানতে নিচে এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE