আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজে আছেন কিংবা অনেক পড়াশোনা করার পর বেকার সমস্যায় ভুগছেন, তবে আপনার জন্য রয়েছে এক বিরাট নিয়োগের সুখবর। আপনি যদি ব্যাংকের চাকরিতে আগ্রহী হয়ে থাকেন? বিশেষ করে বন্ধন ব্যাংক নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এর চাকরিতে অংশগ্রহণ করতে চান, তবে আপনার জন্য রিয়েছে বিশেষ সুখবর। রাজ্যের 23 জেলা থেকে বন্ধন ব্যাংকে 22300 শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। মোটামুটি 37 ধরনের পদে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্যপদে। আপনি যদি এই ব্যাংকের চাকরি করতে চান, তবে আর দেরি না করে এখনি আবেদনের বিস্তারিত খুঁটিনাটি জেনে করে ফেলুন আবেদন।
রাজ্যের পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে যোগ্য পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংক এর চাকরি (WB Bandhan Bank Job 2022) তে আবেদনের জন্য। শুধু মাত্র মাধ্যমিক পাশে আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং সব থেকে বড় কথা হলো এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নিয়োগ করে দেওয়া হবে।
পদের নাম (Bandhan Bank Job Post Name):
বন্ধন ব্যাংক নিয়োগ (Bandhan Bank Recruitment 2022) এর ক্ষেত্রে এবার সব মিলিয়ে 37 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
1.Administration
2.Agri Business
3. Analytics/BIU/Corporate Strategy
4.Banking Operations & Customer Services
5.Branch Banking
6.Compliance
7.Corporate Salary
8.Corporate Services
9.Digital Banking
10.Finance & Accounts
11.Housing Finance
13.Human Resources
14. IT
15.Legal/Vigilance
16.Marketing
17.Micro Banking
Others
18.Retail Assets
19.Risk
20.SME & MSME Banking
21.Trade Finance
22.Treasury
23.Wholesale Banking
26.Audit
27. Associate
28. Back Office Medical Assistant
29. Computer Operator
30. Accountant/Cashier
31. Banking Operations & Customer Services
32. Branch Banking Staff
33. Micro Banking Staff
34. Marketing Officer
35. Indoor Staff
36. Outdoor Staff
36. SME & MSME Staff
37. Finance & Account Staff
শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Job Educational Qualification):
রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে আপনি যদি ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এমনকি রাজ্যের উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা সমানভাবে এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। আপনি উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ করে থাকলেও আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রচুর পদ রয়েছে
বয়সসীমা (Bandhan Bank Job Age Limit):
Bandhan Bank এর চাকরিতে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স ন্যুনতম 18 বছর হতে হবে এই চাকরিতে আবেদন করতে গেলে। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
শূন্যপদ (Bandhan Bank Job Vacancy 2022):
পশ্চিমবঙ্গের 23 টি জেলার প্রতিটি বন্ধন ব্যাংক এবং সঙ্গে নতুন ভাবে যেগুলো ব্যাংক গড়ে উঠতে চলেছে সেইসব ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোটামুটি সব মিলিয়ে এবার 22,300 শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া (Bandhan Bank Recruitment Application Process):
অনলাইন কিংবা অফলাইন যেকোনো পদ্ধতির মাধ্যমেই আপনি Bandhan Bank এর চাকরির নিয়োগে আবেদন জানাতে পারবেন।
1. অফলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আপনাকে আবেদনপত্র (Application Form) বানিয়ে সেটি জমা করার মধ্য দিয়ে আবেদন করে নিতে হবে।
2. সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র বানিয়ে নিতে হবে ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে।
3. এক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি তথ্য দিয়ে ভালো ভালো করে আবেদনপত্রটি নিজে বানিয়ে পূরণ করবেন।
4. আবেদনপত্র তে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে কারণ সকল প্রকার আপডেট আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেলের মাধ্যমে প্রদান করা হবে।
5. এরপর আপনাকে নিজের সকল প্রকার ডকুমেন্ট এর জেরক্স ভালো করে Self Attested করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
6. সবার শেষে এগুলি সব একটি চিঠি খামের মধ্যে ভরে ফেলুন এবং খামে স্ট্যাম্প লাগিয়ে দিন
7. সবার শেষে এটি আপনার নিকটবর্তী হেড বন্ধন ব্যাংক এর অফিসে বাই পোস্টের মাধ্যমে কিংবা নিয়ে গিয়ে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Bandhan Bank Recruitment Selection Process):
বন্ধন ব্যাংক কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে কর্মী পদে নিয়োগ করা হবে।
1. আবেদনপত্র গুলি জমা পড়ার পর সবার প্রথমে সেগুলি শর্ট লিস্টিং এর মধ্যে বাছাই করে সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য
2. প্রার্থীদের ইন্টারভিউয়ে বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে ভালো করে যাচাই করে নেওয়া হবে।
3. এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর তথা অ্যাকাডেমিক মার্কস এর ওপর নম্বর প্রদান করা হবে।
4. তারপর ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক মার্কস এর ওপর প্রাপ্ত নম্বর গুলি যোগ করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে।
5. সবার শেষে প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য। এখানে প্রতিটি ডকুমেন্ট খুব ভালো করে চেক করা হবে।
6. তারপর প্রার্থীদের নিকটবর্তী বন্ধন ব্যাংক এর হেড অফিস থেকে পাঠানো হবে ট্রেনিংয়ে।
7. ট্রেনিং শেষে প্রার্থীদের ডাকা হবে মোবাইল নম্বরে কল করে এবং তাদের হাতে হাতে প্রদান করা হবে নিয়োগ পত্র।
নিয়োগ স্থান (Bandhan Bank Job Location):
পূর্বের বিজ্ঞপ্তির মতোই রাজ্যের সব জেলায় প্রতিটি বন্ধন ব্যাংক এর শাখায় কর্মী নিয়োগ করা হবে। নিচে নিম্নলিখিত জেলা গুলি উল্লেখ করা হলো-
1. দার্জিলিং
2. আলিপুরদুয়ার
3. কালিম্পং
4. জলপাইগুড়ি
5. উত্তর দিনাজপুর
6. দক্ষিণ দিনাজপুর
7. পুরুলিয়া
8. নদীয়া
9. মুর্শিদাবাদ
10. মেদিনীপুর
11. বর্ধমান
12. ঝাড়গ্রাম
13. বীরভূম
14. বাঁকুড়া
15. কুচবিহার
16. হাওড়া
17. হুগলি
18. মালদা
19. কলকাতা
20. উত্তর 24 পরগনা
21. দক্ষিণ 24 পরগনা
প্রয়োজনীয় ডকুমেন্ট (Bandhan Bank Recruitment Required Documents):
বন্ধন ব্যাংকে এর চাকরি তে আবেদন করতে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন।
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসাবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. স্নাতক পাশের সার্টিফিকেট
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. ভোটার কিংবা আঁধার কার্ড
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ এবং আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া ব্যাংকের অফিসিয়াল নিয়োগের ওয়েবসাইটে ভিজিট করুন।
BANDHAN BANK OFFICIAL WEBSITE: CLICK HERE
নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে।
TELEGRAM CHANNEL: JOIN HERE
FACEBOOK PAGE: JOIN HERE
MORE WB GOVT JOB: CLICK HERE