নানান টানাপোড়েনের পর এবার রাজ্যে হতে চলেছে বহু প্রতীক্ষিত টেট। পশ্চিমবঙ্গে প্রাথমিক তথা প্রাইমারি টেট আগাগোড়াই জল্পনার শেষ ছিল না। ইতিমধ্যেই সম্পন্ন হলো টেট এর জন্য আবেদন প্রক্রিয়া। জারি হলো 2017 এবং 2014 এর টেট এর শূন্যপদ। তারসঙ্গে আগেই ঘোষণা করা হয়েছে নতুন টেটের দিনক্ষণ। এবারের টেট 2022 সব থেকে আলাদা। নতুন এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 100% স্বচ্ছভাবে হবে, মূলত এমনটাই দাবি দানিয়েছেন প্রাথমিকের পর্ষদ সভাপতি গৌতম পাল। যাইহোক, আসন্ন এই পরীক্ষায় জারি হয়েছে কিছু অভূতপূর্ব নির্দেশিকা তথা নিয়মনীতি।
বিশেষভাবে উল্লেখ্য যে, এবার টেট হবে পুরোপুরি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ধাঁচে। জেলায় জেলায় সারা রাজ্যজুড়ে সর্বমোট 1453 টি পরীক্ষা কেন্দ্র বাছাই করে নেওয়া হয়েছে এই টেট এর জন্য। এবারে টেট এর জন্য আবেদন জমা পড়েছে প্রায় 7 লক্ষের কাছাকাছি তথা 6 লক্ষ 90 হাজার 931 জনের।
1. আগামী 11 ডিসেম্বর, 2022 তারিখে দুপুর 12 টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
2. মোট পরীক্ষা চলবে আড়াই ঘণ্টা। তথা দুপুর 2 টা 30 মিনিটে পরীক্ষা শেষ হবে।
3. পরীক্ষা শুরু হওয়ার 2 ঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন।
4. পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারপাশে 144 ধারা জারি থাকবে। অর্থাৎ, কেউ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে থাকতে পারবে না পরীক্ষা চলাকালীন সময়ে।
5. পরীক্ষা চলাকালীন সময়ে জেরক্স তথা ফটোকপি তথা অনলাইনের দোকানগুলি বন্ধ থাকবে।
6.পরীক্ষা চলাকালীন সময়ে আশে পাশে কোনো ডিজে বক্স, উচ্চ আওয়াজের গান বাজনা বাজানো যাবেনা।
7. পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
8. পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র নিয়ে যাওয়া পুরোপুরি নিষেধ।
9. পরীক্ষা কেন্দ্রে পানীয় জলের সঙ্গে বাথরুম তথা শৌচালয় এর সুব্যবস্থা থাকবে।
10. পরীক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য কর্মী এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে।
11. পরীক্ষা চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হবে।
যাইহোক, এবারের টেট এ দুর্নীতি রুখতে এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্ষদের মতে এবারের পরীক্ষায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। সঙ্গে পরীক্ষা কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা নিয়ে কথা চলছে। সিসি ক্যামেরা লাগানো হলে দুর্নীতি অনেকটাই রোখা যাবে এবং পরীক্ষায় স্বচ্ছতা বজায় থাকবে এমনটাই দাবি জানানো হয়েছে।
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE