পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে মেডিক্যাল কলেজের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মূলত গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: প্রথমত যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে DMLT করে থাকতে হবে।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত হওয়ার পর মাসে 20,000/- টাকা বেতন প্রদান করা হবে।
পদ – রিসার্চ সাইন্টিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ সঙ্গে কর্ম অভিজ্ঞতা কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাসিক বেতন 56,000/- টাকা থাকছে।
প্রার্থীর বয়সসীমা: উপরের দু -ধরনের পদেই আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন। নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট বানিয়ে ফেলুন।
নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত, যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন ফর্মের মধ্যে।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে ফেলুন এবং ইন্টারভিউয়ের দিন একেবারে ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে এসে উপস্থিত হন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের জন্য আবেদন তথা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের ভালো করে যাচাই করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 15 জুলাই, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকাল 10 টা থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE