আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তবে একদম সঠিক স্থানে এসেছেন। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক ভালো নিয়োগের সুখবর। রাজ্যের জেলা গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের বাসিন্দা পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সব থেকে বড় কথা হল, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে একেবারে সারসরি কর্মী পদে নিয়োগ করা হবে।

WB Gram Panchayat Recruitment 2022

কীভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন,
1. সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র বানাতে হবে।
2. এটি নিজের সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে পূরণ করবেন ফর্মটি।
3. তারপর আবেদনপত্রের সঙ্গে নিজের সকল ডকুমেন্ট এর জেরক্স ভালো করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিন।
4. এগুলি একটি খামের মধ্যে ভরে ফেলবেন এবার। এবং নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন।
5. আপনি স্পীড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।
6. কিংবা সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা তে গিয়ে নিজের হাতে আবেদন জমা করতে পারবেন।
কী কী ডকুমেন্ট দরকার?
এই পঞ্চায়েত কর্মী নিয়োগ (WB Gram Panchayat Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে রাখতে হবে
2. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড ঠিকানার প্রমাণপত্র হিসেবে রাখতে হবে
3. মাধ্যমিক পাশের মার্কশিট
4. মাধ্যমিক পাশের সার্টিফিকেট
5. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কর্মী নিয়োগ করার ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না, নিয়োগ হবে একদম সরাসরি ভাবে।
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সেগুলি শর্ট লিস্টিং এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
2. এই শর্ট লিস্টিং তথা বাছাই করা হবে প্রার্থীদের মেরিট এর ভিত্তিতে। যার যত অ্যাকাডেমিক মার্কস ভালো সে তত এগিয়ে থাকবে লিস্টে।
3. এরপর প্রার্থীদের একটি সাধারণ ইন্টারভিউ প্রক্রিয়ায় ডেকে নেওয়া হবে যেখানে তাদের সাধারণ প্রশ্ন করণ এবং পার্সোনালিটি দেখে যাচাই করা হবে।
4. এবার প্রার্থীদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে নেওয়া হবে। সেক্ষেত্রে কারো পূর্বে কোনো কর্ম অভিজ্ঞতা থেকে থাকলে তাকে একটু বেশি নম্বর দেওয়া হবে।
5. তারপর প্রার্থীদের নিয়ে একটি নিয়োগের প্যানেল তৈরি করা হবে যেখানে সকল সিলেক্টেড প্রার্থীদের নাম যারা চাকরির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নাম থাকবে।
6. সবার শেষে প্রার্থীদের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের কর্মী পদে নিযুক্ত করা হবে।
পদের নাম:
পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নিয়োগে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ (WB Gram Panchayat Group-D Recruitment 2022) করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এখানে চাকির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা:
গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করার ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং এই বয়সের ঊর্ধ্বে যেকেউ সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনের সময়সীমা:
আপনি যদি রাজ্যের এই গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করতে চান তবে আপনাকে আগামী 03/06/2022 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে।
ইন্টারভিউয়ের দিনক্ষণ এবং সময়:
নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী 07/06/2022 তারিখে। এবং এই ইন্টারভিউ শুরু হবে সকাল 10:30 থেকে। এর আগেই আপনাকে সকল ডকুমেন্ট এর জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বিস্তারিত খুঁটিনাটি জানতে পারবেন। সঙ্গে সেখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা এবং ইন্টারভিউয়ের স্থান উল্লেখ করা হয়েছে।
অফিসিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন

রাজ্যের আরো চাকরির খবর পেতে: ক্লিক করুন


ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *