পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার জলশক্তি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সঙ্গে থাকছে মাসিক সুউচ্চ বেতন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে। পদ গুলির নাম নিম্নরূপ।
Assistant
Technical Officer
Chemist
Scientist C
Scientist D
Scientist E
Scientist F
Finance & Accounts Officer
Administrative Officer
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। সেক্ষেত্রে প্রতিটি পদের জন্য আলাদা করে শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: প্রতিটি পদের ক্ষেত্রে মাসিক বেতন আলাদা। সেক্ষেত্রে সব থেকে নিম্ন লেভেলের পদের জন্য মাসিক সর্বনিম্ন বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অনুসরন করুন।
1. নিচে দেওয়া লিংক থেকে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট টি ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলতে হবে।
3. নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি আরো বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
ঠিকানা: Administrative Officer, Dr.Syama Prasad Mookerjee National Institute of Water and Sanitation (SPM-NIWAS), Near IIMC, P.O. Pailanhat, Diamond Harbour Road, Joka, Kolkata {24 Parganas (South)- 700104
OFFICIAL NOTIFICATION/ BIO DATA FORMAT: CLICK HERE
আপনি কি একজন চাকরিপ্রার্থী? ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চান? তবে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE
MORE JOB NEWS: CLICK HERE

