নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের পাশাপাশি রাজ্যে করোনা এর জের যে কতটা ভয়াবহ তা আর বলার অপেক্ষা রাখে না। নানান পরিষেবার পাশাপশি অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত এবং বেকার সমস্যা বেড়ে চলেছে দুর্বার গতিতে। এই মুহূর্তে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর, অফিস এর পক্ষ থেকে “লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট” এবং অন্যান্য বিভিন্ন পোস্টের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

পদের নাম:

১.লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট

২.পিওন ও অন্যান্য পদ

চাকরির ধরণ: পুরো সময়

আসনের সংখ্যা: বিভিন্ন পদ

 বেতন: 7000 – 11800 / – (প্রতি মাসে)

 গ্রেড পে: উল্লেখ নেই

সংস্থার নাম: জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এর কার্যালয়

প্রার্থীদের নির্বাচনের নিয়মাবলী এবং যোগ্যতার নিয়মাবলী এবং নানান বর্ণনার বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

বয়সসীমা: সর্বাধিক- 40 বছর

 

কাজের অবস্থান: পশ্চিমবঙ্গ

 

শিক্ষাগত যোগ্যতা: – প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে অষ্টম বা দশম পরীক্ষা শেষ করতে হবে।

 কীভাবে আবেদন করবেন: – আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন: – http://www.purbamedinipur.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *