রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অনবরত নানান স্কলারশিপ এর আয়োজন করা হয় যার দ্বারা উপকৃত হন বহু সংখ্যক শিক্ষার্থী তথা চাকরি প্রার্থীরা। এই স্কলারশিপ বিশেষ করে কাজে লাগে সমাজের সেসব মেধাবী পড়ুয়াদের যারা অনেক পড়াশোনা করে অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে চাই কিন্তু অর্থনৈতিক কারণ তাদের সামনে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়। সমাজের বিশেষ করে এসব দরিদ্র এবং দুঃস্থ কিন্তু মেধাবী পড়ুয়া তথা শিক্ষার্থীদের জন্য আশীর্বাদের মতো কাজ করে এই স্কলারশিপ।
এমনই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করবো আজ আমরা। মোদী স্কলারশিপ তথা প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কীম। এই স্কলারশিপে আবেদন করেই আপনি পেয়ে যেতে পারেন একেবারে 36 হাজার টাকা। আসুন তবে আর দেরি না করে এর বিস্তারিত খুঁটিনাটি জেনে নিই।
PM Scholarship Scheme (PMSS): 2006-2007 সালে এই PM Scholarship Scheme চালু করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থী তথা পড়ুয়াদের টেকনিক্যাল ও প্রফেশনাল শিক্ষায় উৎসাহিত করা। প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্য তথা জেলায় অবস্থিত প্রচুর ছেলে মেয়েদের এই প্রধানমন্ত্রী স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
আবেদন পদ্ধতি: এই প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কীম এ আবেদন করতে চান? নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে।
1. মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন যার জন্য সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. সেক্ষেত্রে নতুন অ্যাপ্লিকেশন এ ক্লিক করবেন। এবং নিজের জন্য একটি নতুন এপ্লিকেশন করে নেবেন।
3. যাইহোক এই অনলাইন আবেদন তথা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যাবতীয় সকল তথ্য সঙ্গে রাখবেন।
4. যেমন নিজের নাম, কোন শ্রেণীতে পাঠরত তথা শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য রাখবেন।
5. অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন অনলাইন রেজিস্ট্রেশন তথা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে।
6. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করবেন।
7. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: PM স্কলারশিপ এ আবেদন জানাতে গেলে বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে,
1. এক্স সার্ভিস ম্যান / এক্স কোস্ট গার্ড সার্টিফিকেট যেটিতে কোস্ট গার্ড HQ এর সিগনেচার থাকবে annexure 1 অনুযায়ী
2. বোনাফাইড সার্টিফিকেট যেটিতে স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠানের হেড এর সিগনেচার থাকবে
3. আধার কার্ড তথা ব্যাংক অ্যাকাউন্ট
4. মাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
5. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট 
আবেদনকারীর যোগ্যতা: অন্যান্য বিভিন্ন সরকারি কিংবা যেকোনো চাকরিতে আবেদন করার মতো এখানেও আবেদন করতে গেলে বিশেষ কয়েকটি যোগ্যতা থাকা দরকার আপনার। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে ন্যুনতম 60% মার্কস সহ
2. আপনার বাবাকে এক্স সার্ভিস ম্যান কিংবা এক্স কোস্ট গার্ড হতে হবে 
3. কিংবা বাবা দেশ এর জন্য শহীদ হয়েছেন সেক্ষেত্রেও আবেদন যোগ্য
4. এই স্কলারশিপ এ আবেদনের পূর্বে কোনো টেকনিক্যাল কিংবা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকলে
স্কলারশিপে টাকার পরিমাণ: প্রতি বছর প্রায় 4 হাজারের কাছাকাছি ছেলে মেয়েদের এই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ছেলদের মাসে 2,500/- টাকা এবং মেয়েদের 3,000/- টাকা করে দেওয়া হয়। এই হিসাবে ছেলেদের বছরে 30,000/- টাকা এবং মেয়েদের বছরে 36,000/- টাকা হয়।
নিচে লিঙ্ক দেওয়া হয়েছে এই প্রধানমন্ত্রী স্কলারশিপ তথা PMSS এর। সেখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট কিংবা অনলাইন আবেদন জানানো যাবে।
APPLY ONLINE: CLICK HERE
MORE NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি কিংবা স্কলারশিপের এরকম আরো নানান তথ্য পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE
        
        
